ফুল নিবেন ফুল, হরেক রকম ফুল আছে। লাল, নীল, বেগুনী, হলুদ, সাদা, কোনটা আপনার দরকার শুধু কইয়া ফেলান।
ছবি গুলা সব কুড়িয়ে পাওয়া, চলতে পথে যেখানে যা ভাল লেগেছে সেটাকেই ক্যমেরাবন্দি করেছি, অতপর আপনাদের সাথে শেয়ার করতে মনস্থির করেছি। আমার ভাল লাগা গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবারই ভাল লাগবে। প্রথম যে চারটা ছবি দেখবেন সেগুলো কোন এক পড়ন্ত বিকালে মন খারাপ করে ভবঘুরের মত ঘুরে বেড়াতে বেড়াতে মনটা কে ভাল লাগানো কিছু মুহুর্তের ছবি। প্রথমটা আমার খুবিই পছন্দের ছবি, অনেক কষ্টে চার আনা দিয়ে কেনা আধা ভাঙ্গা আধা ভাল ক্যামেরা দিয়ে তোলা। ছবিগুলো দেখে আপনাদের ভাল লাগলে আমারও অনেক ভাল লাগবে। কানাডা এসেছি মাস তিনেক হবে, এসেই পেলাম সামার যেটার জন্য কানাডা অনেক ভাল একটা যায়গা। সামারে এখানে মানুষ কাজ কাম ফেলে বিনোদনের জন্য ঘুরে বেড়ায়। ছবি গুলো কানাডার একটা নাম করা যায়গা মন্ট্রিয়লের ওল্ড পোর্ট এবং তার আশ পাশ থেকে তোলা।
তবে ভাল লাগবে বলে আশা রাখি...
নিচের দিকে স্ক্রল করুন আর নিয়মিত আপডেট দেখুন। একসাথে এতগুলো ছবি আপলোড করার ঝামেলা এড়ানোর জন্য আস্তে আস্তে আসতেছে...
শুধু উপভোগ করুন ফুলের সৌন্দর্য।
নং ১
নং ২
নং ৩
নং ৪
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১০ রাত ১০:৩৩