আজ থেকে প্রায় বৎসর দেড়েক আগে নিতান্ত আনাড়ির মত ফেসবুকে একটা আকাউন্ট খুলেছিলাম, তারিখটা আমার মনে নাই। সদ্য পাস করে নতুন চাকরিতে যোগদান করেছি, সময়টা হতে পারে ২০০৮ সালের মাঝা মাঝি, নতুন অফিস, নতুন চাকুরি তাও আমার আজন্ম প্রত্যশার চাকরি। সারাদিন দ্রুতগতির ইন্টারনেট ব্যাবহার করি।মাঝে মাঝে ফেসবুক নামক জিনিসটাকে পরখ করে দেখার জন্য ঢুমারতাম। কিন্তু ফেসবুক দিয়ে যে কি করতে হবে বুঝতাম না।
তার পরে আস্তে আস্তে বন্ধুদের অনুরোধ আস্তে থাকে। আমিও দেখলাম সময়টা খুব ভাল কেটে যাচ্ছে। আমি এক একটা আমার মনের অনুভূতি জানাচ্ছি, আর আমার সেই সব প্রিয় বন্ধুরা আমার ওই অনুভূতিগুলোর উপর মন্তব্য করছে। আমিও সেটার জবাব দিচ্ছি। একটা সময় আমি অনেক বন্ধুকে বন্ধু হওয়ার অনুরোধ পাঠাই, তাদের মধ্যে মেয়েদের প্রধান্য বেশিই ছিল। সাময়িক সময়ের জন্য।
বেশ ভালই সময় যাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমি আমার মুল্যবান সময়টা কিভাবে নষ্ট করছি। অনেক বন্ধু নতুন করে যোগ করতাম, আবার অনেকের সাথে কথা না হওয়াতে তাদের কে আমার বন্ধুর তালিকা থেকে বাদ দিয়ে দিতাম। কখন কখন মনে হত ফেসবুক একটা ফালতু জিনিস, আবার কখনো কখনো ভাবতাম ভালই তো। ফেসবুকের সুবাদে আমার অনেক পুরাতন বন্ধুদের সাথে আবার নতুন করে যোগাযোগ শুরু হতে থাকে। ভালি চলছিল। এখানে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার যে আমার ফেসবুকে অধিকাংশ সময় আমি ব্যায় করতাম আমার ছাত্রদের সাথে, তারা আমাকে অনেক পছন্দ করে ফেলে আমিও তাদেরকে অনেক বেশি পছন্দ করতে থাকি। সবাই মিলে যেন আমার একটা পরিবার তৈরি হয়ে যায়।
আমার মনে হয় না, আমি খুব বেশি সময় অন্য কোন কাজে ব্যায় করতাম না। হ্যা সব সময় ফেসবুকে থাকতাম ঠিকই কিন্তু আমার ছাত্রদের সাথেই থাকা হত। এর বাইরে যে দুই একজন বন্ধু হয়নি না ঠিক না। হয়েছে অনেকেই আমার বাদ পরেছে কয়েকদিন অকেজো অবস্থায় পরে থাকার পরে। কারন আমি মনে করতাম যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তারা আমার বন্ধুর তালিকাই কেন থাকবে। পরে একটা সময় আমি তাদেরকে আমার বন্ধুর তালিকা থেকে বাদ দিয়ে দেই। কিন্তু আমার ফেসবুকে অধিকংশ আমার সহকর্মি, ছাত্র, আর আমার ইউনিভার্সিটির বড় ভাইয়েরা ছিল। তাদের সাথে কখনো কখনো অনেক ভাল সময় অতিবাহিত করতাম।
কিন্তু এদানিংকালে ফেসবুক আমার কাছে কেন যানি ভাল লাগে না। সারাদিনে একবারও লগ ইন করা হয় না। আগে যেখানে সব সময় লগ ইন করে থাকতাম। এখন আর সেই মজা পাই না। হয়ত সময়ের স্রোতে আমার মাঝ থেকে ভাল লাগার কারন গুলো হারিয়ে গেছে। এখন হয়ত আমার ভাল লাগার উৎস অন্য কিছু।
সে যাই হোক না কেন, আজ আমি ঠিক করেছি ফেসবুক কে গুডবাই জানানোর জন্য। গুডবাই দিয়েও দিয়েছি অনেক আগে(বিকাল ২টায়)। এর মাঝে আমি করেকবার গুডবাই যানানোর বৃথা চেষ্টা করেছি সফল হতে পারিনি। কিন্তু আজ আমি সফল।
আমি যখন আমার শেষ অনুভূতিটা আমার ফেসবুক বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেই, তখন তাদের যে কাকুত, বিশেষ করে আমার ছাত্রদের, এক ছাত্র ত বলেই বসেছে যে স্যার, এখানে আমরা একটা পরিবারের মত অনেক কিছু ভাগ নিতে পারি দিতে পারি অনেক কিছুর ভাগও। আমি কিছু বলতে পারিনি, শুধু নিরবে চোখের জল ফেলেছি, আর মনে মনে বলেছি, তোমরা আমার সাথে আছ, থাকেবে যতদিন আমি বেঁচে থাকব। আমার ছাত্রদের কে আমি অনেক মিস করব জানি। হয়ত তাদের সাথে আমার এখন আর আগের মত যোগাযোগ হবে না।
কিন্তু আমি তোমাদের কে অনেক ভালবাসি আজীবন বাসব। সব কিছুকে ভুলে আমি ফেসবুককে বিদায় দিলাম। হয়ত আবার নতুন করে ফিরে আসতেও পারি। আবার নাও আসতে পারি। সেটা পরের কথা। আপাতত গুডবাই ফেসবুক। আশা করি আর ফিরে আসতে হবে না এই প্রত্যশায়।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৬