অভিমানে যদি মনে পড়ে আমায়,
বর্ষার বারি হয়ে ছুয়ে যাব তোমায়।
শারদ প্রভাতে আমি হব রাঙ্গা ফুল,
রঙ্গিন প্রজাপতি হয়ে তুমি ছুয়ে যাবে আমায়।
মাঝ রাতে যদি মনে পড়ে আমায়,
ফাল্গুনের হাওয়া হয়ে ছুয়ে যাব তোমায়।
আমাবস্যার রাতে যদি ভয় করে তোমার,
পুর্নিমার চাঁদ হয়ে পাহারা দিব তোমায়।
হাত দুটি রেখ হাতে আমায়,
দুই হাত ভরে জোঁৎসনা দিয়ে যাব তোমায়।
আমারি বিরহে যদি মন কাঁদে তোমার,
বসন্তের কোকিল হয়ে গেয়ে যাব ভালবাসার গান।
আলো আধারে যদি চিনতে না পার আমায়,
ভালবাসার প্রদীপ জ্বালিয়ে চিনে নিও আমায়।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৯:০০