আমি যার জন্য এতটা বসন্ত নিরবে অপেক্ষা করেছি,
তুমি সেই তুমি,
যার জন্য এই সুন্দর পৃথীবিতে আমার আগমন।
তুমি সেই তুমি,
যার জন্য আমি গরীব ঘরে জন্ম নিয়েও এখানে।
তুমি সেই তুমি যাকে ভালবাসব বলে,
বুকের ভিতরে ছোট্ট একটা ভালবাসার ঘর বানিয়েছি।
তুমি সেই তুমি,
যার আদরের ছোয়া ভুলিয়ে দেয় শিশির ভেজা শরতের সকালকেও।
তুমি সেই তুমি
যার স্পর্শ ভুলিয়ে দেয় কাশফুলের নরম পরশ।
তুমি সেই তুমি,
যার দেখা চোখে আনে শান্তির পরশ।
তুমি সেই তুমি,
যে জন্ম না নিলে আমার জন্ম হত না সার্থক।
তুমি সেই তুমি,
যে না হলে আকাশে কখনো সূর্য উদিত হত না।
তুমি সেই তুমি,
যে না হলে আকাশে মেঘের গর্জন শোনা যেত না।
তুমি সেই তুমি,
যে না হলে পূবের আকাশে রঙধনূ দেখা দিত না।
তুমি সেই তুমি যে না হলে,
আকাশে রাতের বেলা চাদের খেলা দেখা যেত না।
তুমি সেই তুমি যে না হলে,
আমার মনের আকশে কোনো দিন ভালবাসার চাদ উদিত হত না,
আর আমি হারিয়ে ফেলতাম আমার চলার পথ।
তুমি সেই তুমি,
যে আমাকে আলোর পথ দেখাবে।
তুমি সেই তুমি,
যার আদর আর ভালবসা আমাকে নিয়ে যাবে পৃথীবির সাফল্যের শেষ চুড়ায়।
তুমি সেই তুমি,
যে দুই চোখে ছল ছল জল নিয়ে বলবে এই শোন আমি তোমাকে অনেক বেশী ভালবাসি।
তোমাকে দুই হাত বাড়িয়ে বুকে টেনে বলব,
এই তুমি সেই তুমি যাকে আমি ভালবাসি।
তুমি সেই তুমি,
আমার মনের রাজ্যের সব কিছু।
এই তুমি সেই তুমি,
যাকে আমি ভালবাসি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯