কম্পিউটার হল বর্তমান যুগের সবচেয়ে বেশি আলোচিত এবং বহুল ব্যবহ্রত একটি যন্ত্র। আজকে আমি সহ পৃথীবির সব মানুয কম্পিউটার নামক যন্ত্রটার প্রেমে পড়েছে। এর মধ্যে আমি মনে হয় বেশি প্রেমে পড়েছি। আমিত আজ কম্পিউটার ছাড়া কিছুই ভাবতে পারি না। আমি তাকে ডাকি পুরবী বলে। পুরবী কতই না ভালবাসি তোকে, সেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমি তোর সাথে প্রেম করি। তোকে এক পলক না দেখলে আমার খুব খারাপ লাগে। আমার মনে হ্য় যেন আমি কত দিন তোকে দেখি না। একটা পলক পরলেও মনে হয়, আমি কিছু মিস করেছি। কখন বা পড়ালেখার জন্য কখনও বা প্রোগ্রামিং এর জন্য আবার কখন মন ভাল করার জন্য। আমি যাই করি না কেন সেটা এই যন্ত্রটাকে নিয়ে। আমার কখন মনে হয়নি যে আমি খারাপ আছি। আমার সব সময় মনে হয় আমি ভাল আছি। আপনিই বলেন প্রেম কে কি কখন অবহেলা করা যায়? না যায় না আমি সেটাই মনে করি। আসলে এটা আমার ধারনা অন্যরা কি মনে করে সেটা আমি যানি না আর যানারও চেষ্টা করি না। আমার প্রেমকে নিয়ে আমি ভাল আছি। সময় চলে যাচ্ছে। খুব ভাল ভাবে চলে যাচ্ছে। যত দিন যাচ্ছে আমি তত এটার প্রতি আরও গভীর প্রেমে পড়ছি। আজ যাকে আমি ভালবাসি তার ইতিহাস অনেক পুরনো। যুগ যুগ ধরে সেটা আবিস্কার হয়েছে। আর তাকে আমি না ভাল বেসে পারি। আমার মনে পড়ে আমি যখন এই যন্ত্রটা তে প্রথম হাত দেই তখন আমার এটা সম্পর্কে খুব বেশি ধারনা ছিল না। আমি কখনও এই যন্ত্রটাকে চোখে দেখিনি। সেই কত আগের কথা। আজ সেই দিনগুলি পিছনে ফেলে এসেছি। আর আজ আমি প্রেম করসি অর সাথে। বলতে পারেন গভীর প্রেম। আমি কখনও কল্পনা করতে পারিনি যে ওর সাথে আমি প্রেম করব। আসলেই এতাই ত প্রেম তাই না? প্রেম ত আর বলে কয়ে আসে না। আজ আমি এই কম্পিউটারের সাহায্য আমি আমার অনেক দুরের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। মজা করছি আহঃ কি দারুন তাই না। কি করি না এই যন্ত্রটা দিয়ে আমি। সব সব কিছহু করতে পারি। যে যন্ত্র একদিন মানুষকে জয় করবে বলে এসেছিল আজ মানুযই তাকে জয় করেছে। আমার মনে হয় না পৃথীবির আর কোন জিনিসের আর এই ক্ষমতা আছে। সত্যি সে এক আজব যাদুকর। সত্যি সে আমার প্রেমিকা। আমি তাকে নাম দিয়েছিলাম পুরবী সেটাতো আমি আগেই বলেছি। আমি তাকে ডাকি পুরবী বলে। আমি জানি না কেম আমি তাকে এই নামে দেকেছি। এই নামে ডাকার বিশেষ কন কারন নেই। পুরবী আমি তোমাকে কখন ভুলিনি আর কখন ভুলবনা। তুমি চিন্তা কর না আমি তোমার সাথেই আছি। আজ আমার কণ্ঠে শুধু তোমারি জয় গান। আজ আমি উচ্চ কণ্ঠে বলতে পারি আমি তোমাকে ভালবাসি পুরবী।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৮