এলোমেলো পাঁচ (৪)
(১)
একদিন খুউউব রাতে
জনৈকা আততায়ীর হাতে
খুন হয়েছিলো ঘুম,
তারপর আআআর তাকে
একটুও পারিনি জাগাতে
চোখে গলিয়ে মোম।
হে ইশ্বর,
পরজন্মে নয়, এ জন্মেই আমায়
করে দাও জলজ মত্স'র ন্যায়,
যেনো জাগে নির্মিলিত দুচোক্ষে ঘুম।
অ-মত্স জীবন
কাওরান বাজার
দুপুর দুইটে একুশ
দশৈ মার্চ ২০১৫
(২)
পুরো দুনিয়া একদিক আর আমি অন্যদিক,
মাঝখানে তুমি সামুদ্রিক, আমরা দিগ্বিদিক।
উভচর প্রেমিকা
দশেই মার্চ
দুপুর
কাওরান বাজার
(৩)
রেললাইনে কাটা পড়া দিনমজুরের মৃত্যুর খবর
শিরোনামে ঠাঁই... বাকিটুকু পড়ুন
