মৃত্যুর হাতছানি
... Nahid Bhuiyan....
মাঘের মাঝা মাঝি,
কুয়াশায় ডাকা সারা শহর
শীতের তীব্রতায় কাগজের স্তুপে
গা ডাকতে ব্যাস্ত নেড়ে কুকুরটা।
স্টেশনের বাদাম বেচা বুড়ো চাচা
পাহাড়িকায় তার কাজ শেষে
আগুন জ্বালাতে ব্যাস্ত।
শীত যেন কেড়ে নিচ্ছে
বেচে থাকার শেষ নিঃশ্বাস গুলো।
তবে,
সকালের সূর্যটা তাকেও দেখতে হবে।
নয়তো!
হাজার মাইল দূরে,
স্ত্রী বুকে ঘুমিয়ে থাকা স্বপ্নটা
হয়তো চিরতরে ঘুমিয়ে যাবে!!!!
এই রাত যেন অনন্ত কাল ধরে চলছে!
যেন শেষ হবেনা আর কখনো,
এই ভাবনা, পথশিশু রফিকের
সারাটা দিন রোদে ঘুড়ে বেড়ালেও
সন্ধ্যার উত্তুরে বাতাস,
যেন তাকে মৃত্যুর পথ দেখায়!
ছেড়া শার্ট,তার উপরে পাটের বস্তা,
শীত ঠেকানোর ব্যর্থ চেষ্টায়
গুটিশুটি মেরে শুয়ে থাকে
প্লাটফর্ম এর দেয়ালের পাশে।
হয়তো,
সকালের সূর্য টা তার দেখা হবে না,
হৃদপিণ্ডটা আগেই জমাট বেধে যাবে!