শাহবাগীদের ইসলামী ব্যাংক সহ জামায়াতের সকল প্রতিষ্ঠান বর্জন ও দেশ থেকে নিশ্চিহ্ন করে দেয়ার ঘোষনা দেয়ার পর তা কাজে দেখিয়ে এক ধাপ এগিয়ে গেলো ছাত্র লীগ। এখন দেখেন বাঁশটা কিভাবে দেয়া যায়ঃ
ইসলামী ব্যাংকের ৭০% শেয়ার হলো ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) এর। আর বাকী ৩০% হলো অন্যান্য লোকজনের। এই ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) হলো ঐ সমস্ত প্রতিষ্ঠানের একটি যারা মুসলিম দেশ গুলোকে সুদমুক্ত ঋন দিয়ে থাকে। উল্লেখ্য বাংলাদেশের অনেক উন্নয়নমূলক প্রকল্প এই প্রতিষ্ঠানের ঋন দিয়েই করা হচ্ছে। ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) পদ্মা সেতু তৈরিতেও সুদমুক্ত ঋন দেয়ার কথা ছিলো। কিন্তু কেন পরে দিলো না তা তো জাতি নিজের চোখেই দেখলো।
এমনিতেই বিশ্ব ব্যাংক এক বাঁশ দিয়া গেলো। তার উপর যদি এবার ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) তার মালিকানা আছে এমন প্রতিষ্ঠানে হামলার কারণে ক্ষেপে তাইলে বুঝতেই পারছেন বাংলাদেশের কি অবস্থা হবে।
সোনার ছেলেরা। তোমরা এমনিতেই অনেক কুকাজ করে দেশকে অনেক বাঁশ দিয়েছ। এবার থামো। নাইলে জনগনের তাল একটাও পিঠের বাইরে পড়বে না।
আর শাহী রামছাগুরা। তোমরা নিজেদের চালাক মনে কর না? ছাত্রলীগরে ইউজ কর না? ছাত্রলীগের সব নেতা কর্মী কিন্তু একই মাইন্ডের না। সময় মত তোমাদেরও বাঁশ দিবে।
শিরোনামে যদিও বলেছি আসেন! কিন্তু সামনে আর ভুলেও কোনো শাখায় হামলা চালাবেন না। ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) সহ বিশ্বের ঋনদাতা সকল প্রতিষ্ঠান কিন্তু খুব গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষন করছে। ঠিক আছছছছছে! মনে রাখলেই ভালো। নইলে বাঁশটা খাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।