"মানবতাবাদীরা আজ কোথায়?? কোথায় তাদের প্রতিবাদী কন্ঠের শ্লোগান?? গাজায় শিশুহত্যা কি তোমাদের চোখে পড়েনা??
দুদিন আগে যখন মালালা নামের এক শিশুকে প্রতিবাদ করার কারণে গুলি চালিয়ে আহত করা হয়, তখন তো তোমাদের প্রতিবাদী কন্ঠগুলো থেকে তীব্র আওয়াজ বেরিয়েছিল, ঘটনাটা নিউজের হেডলাইন হয়েছিল, ব্লগের হট কেক হয়েছিল। ফেসবুকে সবাই মানবতাবাদী হয়ে গেছিলে (আমিও ওই ঘটনার নিন্দা জানাই)। বন্দুকধারীদের বিচারের জন্য মানবতাবাদী সংগঠনগুলো মাঠে নেমেছিল। তার জন্য সবাই সমবেদনা জানাল, সহমর্মিতার বাণী স্বরুপ নোবেল দেয়ার কথাও ওঠেছিল। তার চিকিত্সা করানো হল, তার নামে ১৬টা স্কুলও হল। সবি ঠিক ছিল। কিন্তু আজ যখন গাজায় জারজ রাষ্ট্র ইসরাইলের হামলাম ১২ জন শিশুসহ প্রায় অর্ধশত মুসলিম প্রাণ হারায়, কয়েকশত মুসলমান আহত হয়। তখন তো তোমাদের লেখনির ঝড় দেখিনা। তখনই তো প্রশ্ন জাগে??
কেন? কি তাদের অপরাধ?? তারা কি মানুষ নয়?? শুধু তারা মুসলিম বলেই তোমাদের এই নিষ্ক্রিয়তা?? মালালা যদি শিক্ষার অধিকার পেতে পারে তাহলে ওই নিষ্পাপ শিশুরা কেন নিজ ভূমিতেও বেঁচে থাকার অধিকার পাবেনা?? :-( মালা
লার চিকিত্সা হতে পারলে কেন সেই আহত ভাইদের চিকিত্সার জন্য কেও এগিয়ে আসেনা, ঘর আর অন্নহীন ভাইদের জন্য কেন সাহায্য পাঠানোর জন্য কেও বলেনা?? মালালার উপর হামলাকারীদের বিচারের জন্য তোমাদের কলমে স্ফুলিঙ্গ ওঠলেও সেই অবৈধ ইসরাইলের বিচারের জন্য মুখ ফুটে না??
তখনি তো আমার প্রশ্ন জাগে মালালার জন্য কেন এত কিছু করলে?? সেখানে তোমাদের স্বার্থ ছিল বলে?? তাইলে নিষ্পাপ বাচ্চাগুলো শুধু মুসলিম বলেই তাদের জীবন মুল্যহীন?? বুকে মানবতাবাদী ট্যাটু লাগিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিলেই ব্যস্ত তোমরা?? মানবাধিকার নামক মুখোশের আড়ালে নিজেকে ঢেকে মুসলমানদের দুর্দশা দেখে মুখ টিপে হাসাই কি তোমাদের উদ্দেশ্য??
হে আল্লাহ! আমাদের ভাইদের সাহায্য কর!