বিবেকটায় ফাটল ধরেছে ,
কর্পোরেট লেভেল আর রাষ্ট্রযন্ত্র এখন টাকার মোহে অন্ধ ,
আমি ফাটল ধরা বিবেক নিয়ে ছুটছি
আর আট-দশটা সাধারণ মানুষের মত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাচ্ছি ।
বিবেকটায় সত্যি অনেক বড় ফাটল ধরেছে ,
চোখ ছল ছল করছে তবু চোখ দিয়ে জল গড়িয়ে মাটিতে পড়ছেনা ,
আমি উন্মক্ত টাকার নেশায় ছুটছি
আর ভালো মানুষের লেবাস গায়ে দিয়ে ফেসবুকে একটার পর একটা স্ট্যাটাস দিয়ে যাচ্ছি ।
মুণ্ডুপাত করছি কথার জালে সমাজের অমুক রাজনীতিবিদের
কিন্তু নিজের বিবেকটায় যে কালো বিড়ালের নখের আঁচড় ,
বড় অদ্ভুতভাবে আমরা বেড়ে উঠছি
এখন চোখের সামনে মৃত্যু দেখলেও বুক কাঁপেনা ।
আত্নাদের গভীর দীর্ঘশ্বাস চারপাশে সর্বক্ষণ ঘিরে ধরে বড় হচ্ছে
তবু মৃত্যুর নগ্ন নৃত্য বারবার ভুলে যাচ্ছি ,
গভীরভাবে আসমান কালো হচ্ছে বজ্রপাতের শব্দ দিয়ে
তবু বিবেকটায় ফাটল সারানোর কোন চেষ্টা নেই ভেতরে ।
বাতাসে লাশের পোড়া গন্ধ বাড়ছে
কমছে দালানের নিচে চাপা পড়া জীবনের আওয়াজ ,
তবু অদ্ভুতভাবে বিবেকটা চেপে বসে আছি
আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চোখ মুছে নিচ্ছি ।
বিবেকটা এটুকু পর্যন্তই বেঁধে রেখেছি ,
নোংরা রাজনীতির গল্পে নিজেদের আঁটকে দিচ্ছি ,
গভীরে শব্দ করে আস্ফালন শিশুর মুখে
হারিয়ে যাচ্ছে ছুটে যাওয়া গাড়ির সাইরেনে ।
বিবেক কপচাচ্ছি ,
পারলে দেশটা উদ্ধার করবো নরক ভাবনা থেকে ,
কলম ভেঙ্গে ফেলছি পৃষ্ঠার পর পৃষ্ঠা খবরের কাগজে লিখে
তবু অবাক হয়ে দেখছি নিজের বিবেকটা আস্তে আস্তে শুন্য হয়ে যাচ্ছে ।
অবাক হয়ে দেখছি , অবাক হচ্ছি নিজে ,
বিক্রি করে দিচ্ছি নিজেদের বিদেশীদের কাছে ,
বাদ যাচ্ছি না নিজে, বাদ যাচ্ছেনা সমাজের হর্তাকর্তারাও
তবু কি সুন্দর করে স্ট্যাটাস দিয়ে যাচ্ছি ফেসবুকের পাতা জুড়ে ।
বিবেকটা অদ্ভুতভাবে ছোট হচ্ছে ,
আমি যত বড় হচ্ছি তত বাড়ছে ফাটল তাতে ,
আর আমি কপচাচ্ছি নীতিকথা একটার পর একটা
সাথে ঠোঁটে বিদেশী সিগারেট টান ।
বিবেকটা অদ্ভুতভাবে ছোট হচ্ছে ,
রাস্তার মাঝে ডাস্টবিনের পাশে শুয়ে থাকা ছোট্ট শিশুটা দেখে
এখন আর বুকের ভেতর চিনচিন করেনা ।
কর্পোরেট লেভেলের নেশায় মত্ত হয়ে ছুটছি সবাই
আর বুড়িগঙ্গার জল যেন পাপের বোঝায় হচ্ছে কালো ।
বিবেকটায় একটা গাঢ়ভাবে নাড়া দেওয়ার দরকার ,
স্বচ্ছ ব্লিচিং পাউডার দিয়ে খুব ভালো করে ধোয়ার দরকার ,
তা না হলে আমি পচবো
আর সাথে সাথে আরও পচা মানুষের সংখ্যা বাড়বে ।
বিবেকটার গভীরে আসলে কিছু একটার স্পর্শ দরকার ,
ঠিক আলাদিনের চেরাগের মত একটা উজ্জ্বল প্রদীপের দরকার ,
যার ঘষার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে
আর চারপাশে অনেকগুলো কাঁদামুখ হেসে উঠবে ।
অপেক্ষায় আছি ,
কবে বিবেকটা জেগে উঠবে ,
কবে অন্যের কষ্ট দেখে আমার বুকটা হু হু করে কেঁদে উঠবে,
আর আমার পোড়া বিবেকটার দংশন শেষ হবে ।