উত্তরবঙ্গ ভেসে যাক তাতে আমার কি??? আমি তো ঢাকায় দিব্বি আছি!!!
অন্যের বিষয়ে মাথা ঘামিয়ে কি লাভ?? তার চেয়ে বরং বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে চলুন খিচুড়ি রান্না করে বৃষ্টি উপভোগ করি।।।।
আগের দিনে যখন বিটিভি দেখাতাম তখন বন্যার সময় ৩০ মিনিট পর পর বন্যার আপডেট জানাতো।
বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ সরবরাহের ক্ষেত্রে সরকার সহ সাধারণ জনগন ছিল তৎপর।
কিন্তু এবার যখন দেশের সর্বকালের ভয়াভহ বন্যা দেখা দিয়েছে তখন কিনা অট্টালিকা বাসি বৃষ্টি বিলাশে ব্যস্ত, দেশের মিডিয়াগুলো কোথায় কোন এক জঙ্গী পাওয়া গেছে, কোথায় কে কত তেলবাজি করছে, কোথায় কে কয়টা গরু জাবাই করছে এইসব বিষয় নিয়ে ব্যস্ত কিন্তু কাউকে দেখলাম না তেমনভাবে বানভাসি মানুষের আর্তনাতের কথা সবার মাঝে তুলে ধরতে।
দেখালাম না বন্যা দুর্গত এলাকার মাঠ ফসলের ক্ষতিগ্রস্ততার কথা বলতে।
দেখালাম না তাদের জন্য সাহায্যের আবেদন করতে।।
এদেশে শহরের সামান্য জলাবদ্ধতা নিরশনে ঢাকার মানুষ সরকারের গুষ্টি উদ্ধার করে ফেলতে পারে, আজাইরা কাজে হাজার হাজার টাকা উড়াইতে পারে কিন্তু বানভাসি অসহায় মানুষদের জন্য সামান্য সাহায্য করতে আগ্রহী নয়।
আজ আপনি হয়তো আরামে অট্টালিকার বারান্দায় বসে কফি খাচ্ছেন আর বৃষ্টি বিলাস করছেন কিন্তু উত্তরবঙ্গের মানুষের শেষ আশ্রয়স্থল রাস্তাটাও আজ পানির নিচে সেটা নিয়ে কোন মাথায় ঘামাচ্ছেন না ।
দেখলাম কয়েকদল বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী তাদের হিসেবের স্বল্প টাকার মধ্যে কিছু দিয়ে বন্যার্তদের সাহায্য করে যাচ্ছে, কিন্তু খুব বেশি রাঘব বোয়ালদের দেখালাম না তেমনটা করতে। আজ ১৫ ই আগস্ট জাতির পিতার মৃত্যু বার্ষিকী। সেই দিন উপলক্ষ্যে বাংলাদেশের অনেক নেতারা হয়তো হাতের কব্জি ডুবিয়ে বিরিয়ানি খেয়েছেন আর পেট হাতিয়ে মজা পাচ্ছেন কিন্তু একবারো কি ভেবে দেখেছেন?? সেই খাবারটা কিন্তু আপনার জন্য ততটা প্রয়োজন ছিলনা ঠিক যতটা ছিল বানভাসি মানুষগুলোর।
এই খাবার গুলো যদি বানভাসি মানুষের মাঝে বিলিয়ে দেওয়া যেত তবুও তা্রা কিছুটা প্রশান্তি পেত। হয়তো ভাবছেন ওদের তো সাহায্য করার মত অনেকে আছে আমি করবো কেন?? হ্যাঁ আছে, কিন্তু এটাও জানেন নিশ্চয় তাদের কাছে মোট সাহায্যের ঠিক কত ভাগ পৌছায়!!
তবে আমি বলবো সমস্যা নাই, উত্তরের মানুষ সংগ্রামী। জীবন চলার প্রতিটা পদে পদে তাদের দূর্যোগ, অনাহার, অবহেলার সংগ্রাম করতে হয়। তারা সংগ্রাম করেই বেঁচে আছে আর বেঁচে থাকবে।।
তবে তাঁদের সংগ্রামের ব্যাপ্তি কিছুটা লাঘবের নিমিত্ত সরকার, মিডিয়া ও বিভিন্ন সংগঠনগুলোর কার্যকর ভূমিকা আশা করতেই পারি!!!
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১০