আমাদের অবশ্য নিজ যোগ্যতা এবং তার প্রচারের ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিৎ!!!!
কেননা যোগ্যতার প্রচার যদি যোগ্যতার আধিক্য হয় তখন তা মানুষের কাছে মূল্যহীন এবং ব্যক্তি হাঁসির পাত্রের রূপ লাভ করে ঠিক যেমন সার্কাসের রিং এ ঘূর্নিপাক খাওয়া জোকার এর মত ।
ধরুন আপনি সবে মাত্র কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করে এসেছেন ।
যদিও এতে আপনার অনেক মাথার নিউরন, বাবার টাকা এবংআপনার মূল্যবান অনেক সময় ব্যয় করতে হয়েছে ।
আর আপনার কষ্টের কথা আমি স্বীকার করি এবং বিশ্বাস করি ।
সেই আপনি নিজ এলাকায় এসে নিজেকে এডভোকেট নামে নিজেকে জাহির করতেছেন,
নিজের কর্মের স্থানও লিপিবধ্য করে এবং নিজের ডিজেকনেশন ট্যাগ পিঠে লাগিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আপনি হইত এই কার্য করে নিজেকে বড় ভাবতে পারেন কিন্তু এই কার্য সত্যিকার অর্থে চিনির বস্তা পিঠে করে গলা পানিতে নেমে নদী পারকরবার মত।
কেননা যখন নদীতে নামবেন তখন আপনার বস্তা ভরা পিঠ ছিল নদী পার হওয়ার পর খালি বস্তা আর উপহার স্বরুপ নদীর তীরে অবস্থিত মানুষের তিরষ্কার!!!
আপনি ভুলে যাবেন না আপনি শুধু এলএলবি ডিগ্রীটা লাভ করেছেন এখন ও পূর্ন এডভোকেট হয়ে ওঠেন নি !!!
আর একজন পূর্ন এডভোকেট হতে গেলে কতটা কাঠ , কয়লা পোড়াতে হয় তা একজন এডভোকেট ই ভালো জানে !!!
আমি মনে করি আপনি যোগ্য কিন্তু আপনার যোগ্যতার প্রমাণ এখনও হয় নি ।
আগে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যোগ্যতা অর্জন করুন । তারপর যত খুশি ট্যাগ লাগিয়ে প্রচারণা চালান দেখবেন আপনি হাঁসির পাত্র না হয়ে সবার মধ্যমনী হয়ে উঠবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫