থেমে যাওয়া সময়ে
- মোঃ নাজমুল হাসান
---------------------------
শততম প্রেমপত্র পাঠাতে বাকি এক
অথচ আসেনি একটিরও প্রতুত্তর!
চোখের শ্রাবণধারায় আকাশে জমেছে মেঘ
তবু হৃদয় ভেজেনি আজও তার!
তাকেই ভালোবেসে আজ অতি সাধারণ
সবার চোখের কাটা, ছুড়ে ফেলা জঞ্জাল!
সে তো সুখেই আছে জীবনের পৌষে
আমার শরৎ বেলা উড়ে গেছে কাশে মিশে!
মরুর রেখা জেগেছে আজ চঞ্চল নদীতে
টগরেরা ঝরে গেছে আলো ফোটা ভোরেতে!
বিষের বীণা বাজে কোকিলের কন্ঠে
সাতরঙ্গা রংধনু একাকার হয় নীলেতে!
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৪৫