মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং বলেছেন, ‘তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দাবি করছে অথচ তারা কখনো মিয়ানমারের নৃগোষ্ঠী ছিল না। এটি ‘‘বাঙালি’’ ইস্যু। আর এই সত্য প্রতিষ্ঠায় আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সরকারি পেজে গতকাল শনিবার দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা এএফপির খবরে আজ রোববার বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী প্রধান দেশটির উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে বসবাসরত সংখ্যালঘু ইস্যুতে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
-সুত্র: প্রথম-আলো।
মগের মুল্লুকের এই হালারপুতের কথানুযায়ী আমরা যদি বাংলাদেশ থেকে এককোটিরও অধিক বৌদ্ধদের মিয়ানমারে পাঠানোর ব্যবস্থা করি সেটা তারা কিভাবে নিবে?
যদিও এই কাজ কখনোই আমরা করবোনা। কারণ, আমরা ওদের মত অমানুষ নই। তাছাড়া-
কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়;
তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়?
কিন্তু কুকুরকে কামড়াইতে নাইবা গেলাম, যেমন কুকুর তেমন মুগুরের ব্যবস্থা কি করা যায় না?
ঐ হালারপুতরে আরাকান রাজ্যের ইতিহাস পাঠ করানোর ব্যবস্থা করা উচিৎ। মগের মুল্লুককে একটা উচিৎ শিক্ষা দেয়া উচিৎ।
কিন্তু দিবে কে? দুনিয়ার ক্ষমতা যে এখন অতি লোভী, স্বার্থপর ইতর শ্রেনীর নিকৃষ্ট মানবতা বিবর্জিত জানোয়ারদের হাতে বন্দী!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩