তোমার প্রণয়কে অবজ্ঞা করা অন্যায় হবে।
ওখানে কোন খাদ নেই জানি।
তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি!
শুধু অনুরোধ;
আমাকে ভালোবাসতে এসোনা।
কবিতার জন্য কবিকে ভালোবাসতে নেই।
কবিতা মনের ক্ষুধা মিটায় হয়তো।
কিন্তু মন-এর যেথায় নিবাস;
সেই প্রাণের ক্ষুধা মিটাতে ওসব যথেষ্ট নয়।
কবিতা খাওয়া যায়না!
আগুন দেখে ঝাপিয়ে পড়া পতঙ্গের কাজ;
ওহে মানবী! এমন ভুল করনা।
আমার সব কবিতা ছুঁয়ে যাও তুমি;
শুধু আমাকে ছুঁয়োনা।
যে নিজেই ভাসে বানের জলে;
তাকে ভালোবেসে ডুবতে এসোনা!
ভালো থাকো নন্দিনী!
তোমার জন্য সতত শুভকামনা।
(ছবি: নেট থেকে)
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০৬