বাঁধন হারা এই মন!
কারনে বা অকারনে অশ্রুবানে-
কেন ভাসায় মম দু’নয়ন?
বাঁধন হারা এই মন!
কত প্রেম ভালোবাসা পৃথিবীতে; হায়!
মিলনের নীড় খুঁজে ক’জনে বা পায়?
জীবনের সব সাধ মিটিবার নয়;
সব আশা হয়না পুরণ।
বাঁধন হারা এই মন!
নদীর বুকে ভাটি ছাড়া জোয়ার শোভা পায়না।
সূর্যরটাও অস্ত বিনা উদয় কভূ হয়না।
এ’জগতে সুখী হতে চায় প্রতিজন।
অনাবিল সুখ খুঁজে পায়না তো মন।
জীবনের সব জ্বালা ফুরাবার নয়;
কিছু ব্যাথা রয় আজীবন।
বাঁধন হারা এই মন!
(ছবি: নেট থেকে।)
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৪০