পত্রিকার পাতা খুললেই একের পর এক দুঃসংবাদ পড়তে পড়তে অন্তর আত্মার যখন ত্রাহি ত্রাহি অবস্থা। তখন দু’একটা সুসংবাদ যেন গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের মাঝে প্রশান্তির এক পশলা বৃষ্টির মত মনে হয়। সে সংবাদটি যদি হয় আমার প্রিয় জন্মভুমির জন্য গৌরবের, তখন আনন্দের আর সীমা থাকেনা। তেমনি একটি সংবাদ ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ICC র্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে আসা। এজন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই আন্তরিক অভিনন্দন! আরো অভিনন্দন বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের জন্য।
একতাই সুখের মুল। বাংলাদেশ ক্রিকেট টিম যখন কোন খেলায় জয়ী হয়, তখন জয়ী হই আমরা বাংলার কোটি কোটি প্রাণ। দলমত নির্বিশেষে সকল বিভেদ ভুলে আমরা একসাথে উদযাপন করি বিজয়ের আনন্দ!
আগামী 01.06.17 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩:৩০ টায় বাংলাদেশ বনাম ইংল্যান্ডের উদ্ভোদনী ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭’র এবারের আসর।
যদিও দু’টি প্রস্ততি ম্যাচে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের সাথে দুঃখজনক ভাবে হেরেছে। তবু আমি আশা করি বাংলাদেশ এখন অনেক সক্ষম দল। প্রস্ততি ম্যাচের এই ভুল-ভ্রান্তি গুলো থেকে শিক্ষা নিয়ে মূল পর্বে বাংলাদেশ অনেক অনেক ভালো করবে ইনশাআল্লাহ্।
বাংলাদেশ দলের জন্য নিরন্তর শুভ কামনা! ধারাবাহিক ভাবে তারা জয় ছিনিয়ে আনুক। বিশ্বের দরবারে নতুন ভাবে পরিচিত হোক বাংলাদেশ। বাংলার কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের তারা আর একবার মাতিয়ে তুলুক বাধ ভাঙ্গা বিজয়ের আনন্দে!
বাংলাদেশ ক্রিকেট টিম ও বাংলার কোটি কোটি ক্রিকেটানুরাগীদের জন্য আন্তরিক ভালোবাসা ও শুভকামনা স্বরুপ আমার এই কবিতাংশটুকু....
বাংলাদেশ বিকশিত হও,
বিশ্বের বিশ্রুত অঙ্গনে।
বাংলাদেশ চিরজীবি হও,
ধরনীর বুকে চির সম্মানে।
তোমার এই চিরাগত ঐশ্বর্য্য,
চিরন্তন এই রুপ সৌন্দর্য,
অটুট থাকুক অনন্তকাল-
স্বর্গসম তোমার এই বেশ।
বাংলাদেশ! বাংলাদেশ!!
আপনাদের সুবিধার্থে খেলার সিডিউল নিম্নে উল্লেখ করা হলঃ-
• Thu June 1 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group A - England v Bangladesh Kennington Oval, London
• Fri June 2 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group A - Australia v New Zealand Edgbaston, Birmingham
• Sat June 3 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group B - Sri Lanka v South Africa Kennington Oval, London
• Sun June 4 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group B - India v Pakistan Edgbaston, Birmingham
• Mon June 5 (50 ovs)13:30 local (12:30 GMT | 18:30 BDT)
Group A - Australia v Bangladesh Kennington Oval, London
• Tue June 6 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group A - England v New Zealand Sophia Gardens, Cardiff
• Wed June 7 (50 ovs)13:30 local (12:30 GMT | 18:30 BDT)
Group B - Pakistan v South Africa Edgbaston, Birmingham
• Thu June 8 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group B - India v Sri Lanka Kennington Oval, London
• Fri June 9 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group A - New Zealand v Bangladesh Sophia Gardens, Cardiff
• Sat June 10 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group A - England v Australia Edgbaston, Birmingham
• Sun June 11 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group B - India v South Africa Kennington Oval, London
• Mon June 12 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Group B - Sri Lanka v Pakistan Sophia Gardens, Cardiff
• Wed June 14 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
1st Semi-final - TBC v TBC Sophia Gardens, Cardiff
• Thu June 15 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
2nd Semi-final - TBC v TBC Edgbaston, Birmingham
• Sun June 18 (50 ovs)10:30 local (09:30 GMT | 15:30 BDT)
Final - TBC v TBC (Reserve Day) Kennington Oval, London
( সিডিউল: ইএসপিএন ক্রিক ইনফোর সৌজন্যে)
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৩২