১৯৭১ এ মুক্তিযুদ্ধের তাৎপর্য কি ছিলো ?
অর্থনৈতিক মুক্তির ও নিজেদের জাতিগত পরিচয় ফিরে পাবার জন্য একটা ভূখন্ডকে স্বাধীন করা ।
এক জন্য আমরা কি কি সরিয়ে ফেলেছিলাম আমাদের জীবন থেকে ?
ধর্মের পরিচয় বড় করে দেখাটা।যেটাকে আমরা বলেছিলা, ”ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার”।শুধু এই একটাই। কারন ৭১ এ পাকিস্থানিদের একমাত্র অস্ত্র ছিল লোক সংগঠিত করার জন্য ধর্ম ( যেটা তারা পরে আফগানস্থানেও ব্যবহার করে ) ।
এটাকে আপনি শ্রেনী সংগ্রাম বলতে পারবেন না । কারন শুধু অর্থের কারনে কোনো ধনী ব্যাক্তিকে পূর্ব পাকিস্থানে হত্যা করেনি মুক্তি যোদ্ধারা । এটা ছাড়া যুদ্ধের বাকি সব আদর্শ গুলোর সাথে চায়না বা সোভিয়েত বিপ্লবের অনেক মিল আছে ।
এতো কথা এই জন্য বলছি যে,আমাদের মুক্তিযুদ্ধের আর্দশটাকেই এখন পশ্চিমা বিশ্ব ছড়িয়ে দিতে চাইছে সারা বিশ্বে । ৯/১১ পর থেকে মুলত এটা শুরু হয়েছে । বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন তাহলে ৭১ এ সংগঠিত করা আদর্শের জনক হিসেবে নোবেল পুরস্কার পেয়ে যেতেন শান্তিতে ।
যাই হোক যে কারনে এতো কথা বলছি তা হলো,আমরা আমাদের মুক্তিযুদ্ধের মুল জায়গাটা বিশ্বের কাছে ফোকাস করতে পারছি না । এটা যদি করতে পারতাম আমাদের পররাষ্ট নীতি নিশ্চিত আরও বেশি শক্তিশালী হতো ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৩