আমরা মুক্ত সংস্কৃতির জগতে বাস করছি । এখানে আপনি জানালা বন্ধ করে বাঁচতে পারবেন না । কুয়ায় বন্ধ পানির মতো আপনার সংস্কৃতি একদিন পচে যাবে । এটা শুধু এখনকার মুক্ত সংস্কৃতির জন্য হয় না । এটা পৃথিবীর আদি নিয়ম । তাহলে কি পৃথিবীর আদি থেকেই মুক্ত সংস্কৃতির চল ছিলো ? নাহলে পাশাপাশি দেশ গুলোর সংস্কৃতি আদিতে একই রকম ছিলো কেনো ? যাই হোক এটা অন্য কথা । মুল কথায় আসি । নিজ সংস্কৃতিকে বাঁচাতে হলেও আপনাকে মুক্ত সংস্কৃতির জগতে ঢুকতে হবে । আপনি যদি সংখ্যালঘু হন কোটা সুবিধা পাবেন । কিন্তু টিকে থাকতে হলে আপনার মেধা লাগবেই । সে যদি আপনি নিজের আকাশ দখল রাখতে চান বা অন্যের আকাশ দখল করতে চায় । ব্যপারটা এমন বোমা ফেলে দখল করতে যেমন মেধা লাগবে,নাটক দিয়ে দখল করতেও মেধা লাগবে । মেধাহীন আপনি কোটা সুবিধায় প্রতিযোগীতায় নামলে বার বার লজ্জা পেয়ে হয় পালিয়ে যাবেন না হয় আত্যহত্যা করবেন । পৃথিবী শুধু আপনাকে কোটা সুবিধাটাই দিবে আর কোনো দয়া দেখাবে না ।
আপনি বই এর অনুবাদ যেই যুক্তিতে করেন,আপনি গানের অনুবাদ যেই যুক্তিতে করে,মঞ্চ নাটকের অনুবাদ যেই যুক্তিতে করেন সেই একই যুক্তিতে কেনো আপনি টিভি নাটক,সিনেমার অনুবাদ করতে পারবেনা বুঝতে পারছি না । আর বিদেশি সিরিয়াল গুলো কি তবে কেবল ইংরেজি জানা এট শ্রেণীর খাদ্য হয়ে থাকবে ? আমার মনে হয় সব শ্রেণীর দর্শকদের রুচি বারাবার জন্য হলেও যে কোনো দেশের সিরিয়াল বা মুভি বাংলায় ডাবিং হতে পারে । আর একটা কথা যারা ইংরেজি জানার সুবিধা ভোগ করছে সমাজে তাদের ইংরেজি শেখার জন্য বাংলাদেশি চ্যানেলের উপর নির্ভর না করলেও চলে । শেষ কথা বলি সংস্কৃতি একটা দেশের মানুষের জীবনযাত্রার মান বদলে দিতে পারে । তাই বোধয় সংস্কৃতি আকাশ দখলে প্রতিযোগীতা এতো তীব্র হয় ।
ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন এর বাকি ৪টা দাবি অবশ্যই যুক্তিযুক্ত ও ন্যায় সঙ্গত ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯