মিয়ানমার রহিঙ্গাদের আর বাংলাদেশে আশ্রয় না দেবার ব্যাপারে বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থানকে আমি পূর্ণ সমর্থন করি । অনেকে রহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার অনুরোধ করে এটাকে ১৯৭১ এ বাঙ্গালীদের ভারতে আশ্রয় নেয়ার সাথে তুলনা করেছে । তাদের বিনয়ের সাথে বলছি দুটি ব্যাপার এক না । ১৯৭১ এ আমরা যুদ্ধ করছিলাম আর ভারত কৌশলগত ভাবে আমাদের মিত্র হয়ে যায় । যেটা সাথে এখনকার রহিঙ্গা ঘটনার কোনো মিল নাই । আর ভারতে আশ্রয় নেয়া তখনকার বাংলাদেশিরা ভারতে সকল ধরনের ল মেনে যে আশ্রয় নিলে বা থাকলেও রহিঙ্গারা তা করে না । রহিঙ্গাদের আশ্রয় দেয়ার অতীত তাই বলে । আর এই ব্যাপারে শেষ কথা রাষ্ট্র হিসেবে ১৯৭১ এর ভারত আর ২০১৬ এর বাংলাদেশর আন্তরজাতিক সক্ষমতা এক না ।
বাংলাদেশ সরকারের রহিঙ্গা নিয়ে বর্তমান নীতিটাকে আমার মনে হয়েছে । এটা বাংলাদের নিবর তবে জোড়াল প্রতিবাদ আন্তরজাতিক সম্প্রদায়ের প্রতি । ১৯৭৮ সালে শুরু হওয়া এই সমস্যার প্রতি প্রতিটা আন্তরজাতিক সম্প্রদায় এখন পর্যন্ত যে হাস্যকর ভূমিকা পালন করে চলেছে এটা তার ফল । আন্তরজাতিক সংস্থা গুলোর লজ্জা এতো কম যে তারা এখনও র্নিলজ্জের মতো রহিঙ্গাদের বাংলাদেশেকে আশ্রয় দিতে বলছে তাদের অযোগ্যতা লুকাতে । আশ্রয় এই সমস্যার সমাধান না এটা আন্তরজাতিক সম্প্রদায়ের বোঝা উচিত এবং কেনো বাংলাদেশ রহিঙ্গাদের আর আশ্রয় দিতে চাইছে না । তার খোঁজ নেয়া উচিত আগে । কষ্টের বিষয় আমি এখনো কোনো আন্তরজাতিক মিডিয়াতে এই রিপোর্ট দেখলাম না যে,এই এই কারন গুলোর জন্য বাংলাদেশ সরকার রহিঙ্গাদের আশ্রয় দিতে চাইছে না । হয়তো আন্তরজাতিক সম্প্রদায় তাদের ব্যার্থতা লুকাতেই এমনটা করছে , ইচ্ছাকৃত ভাবেই ।
অনেকে রহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেবার ক্ষেত্রে রহিঙ্গাদের ধর্মীয় পরিচয়টাকে বড় করে দেখাচ্ছে । এটা করছে আমাদের দেশের কিছু ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল । তাদের বলছি মধ্যপ্রাচ্য সহ প্রায় সব মুসলীম দেশ কিন্তু এখনও চুপ করে আছে রহিঙ্গাদের ব্যাপারে । যেনো ব্যাপারটা বাংলাদেশ ও মায়ামারের দ্বিপাক্ষিক সমস্যা । আর একটা কথা বলি এই ধর্মীয় পরিচয়টা বড় করে তুলেই মুলত আন্তরজাতিক ভাবে রহিঙ্গাদের দুর্বল করে ফেলা হয়েছে । আর বাংলাদেশের রহিঙ্গাদের আশ্রয় না দেবার অনেক গুলো কারন এর মাঝে এটাও একটা গুরত্বপুর্ণ কারন । কারন রহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরীন জঙ্গিদের সাথে মিশে যাচ্ছে । আর বাংলাদশের ইসলামী দল গুলোর মুলত এই জন্যেই রহিঙ্গাদের প্রতি এতোটা আর্কষণ । বাংলাদেশের ইসলামি রাজনৈতিক দল গুলোর দুর্ভাগ্য যে বাংলাদেশ পাকিস্থান না যে রহিঙ্গাদের তালেবান বানিয়ে আরাকানকে আফগান বানাতে সাহায্য করে রহিঙ্গাদের থেকে অবৈধ সুবিধা নেবে ।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৮