যদি বোরখা পরা কোনও মেয়ে বাসে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে থাকে, তাকে সিট ছেড়ে দিন।কারন সে নিজের ইজ্জত রক্ষার টেনশনে সর্বদা সন্ত্রস্ত এক অবলা দুর্বল নারি। তাকে সসম্মানে বসতে দিন।
আর যদি শর্ট কামিজ পরা গলায় ওড়না পেচানো হাল ফ্যাশানের কোনো মেয়ে বাসে উঠে তাহলে তার জন্য সিট ছাড়া জরুরী নয়, কারন সে হচ্ছে একজন সংগ্রামী নারী, তাকে যুদ্ধ করতে দিন। লেট হার স্ট্রাগল।
সাধারনত সাদা জামার চেয়ে লাল জামায় যে কোনও মেয়েকে চার গুন সুন্দরি দেখায়। তখন আমরা তাদের আট গুন বেশি খাতির করে থাকি। তাকে বিপদ থেকে উদ্ধার করে পারলে কোলে করে বাড়ী পৌছে দিয়ে আসি।
নারীর প্রতি পুরুষের এই অতিরিক্ত উপকার প্রবনতা বিশ্বাস করুন মা বোনের জাতের প্রতি সম্মান থেকে আসে না, তা আসলে টেস্টোস্টেরন হরমোনের অতিরিক্ত নিঃসরনের জ্বালা থেকে আসে।
এভাবে রাস্তা ঘাটে, বাসে, ট্রেনের টিকিটের লাইনে, ব্যাংকের কিউতে মেয়েরা মা বোনের জাতের দোহাই দিয়ে অতিরিক্ত সুযোগ সুবিধা লুটে পুটে নিয়ে গেল। আর আমরা পৌরুষত্ব চলে যাবার মিথ্যে ভয়ে নাকি হিরো হবার আশায় এদের আস্কারা দিয়ে যাই।
বি অনেস্ট এবং একবার ঝেড়ে কাশুন এবং ভাবুন তাহলে অনুধাবন করতে পারবেন মা আসলে শুধু একজনই হয়। বোন তাকেই বলে যে মায়ের পেটে জন্ম নেয়। যে সবাইকে মায়ের সম্মান দিয়ে বেড়ায় সে আসলে নিজের মাকে সম্মান করতে জানে না। মায়ের ঋন দুনিয়ার কোনো কিছু দিয়ে পুরন করা সম্ভব নয় তাই তার সম্মানের এক বিন্দু হিস্যা অন্য কোনো মহিলা পাওয়ার অধিকার রাখে না। ঘরের খেয়ে বনের মোষ তাড়াবেন না। হ্যাডম থাকলে নিজ মায়ের মুখ উজ্জ্বল করে দেখান।
চেতনা দিয়ে চিন্তা না করে লজিক দিয়ে স্ট্রেইট চিন্তা করুন, আপনার দ্বারা অন্তত কোনো মেয়ের ক্ষতি হবেনা।
কিছু অতি ভক্ত চোর টাঈপ পোলাপান আছে যারা টিউশনি করতে গিয়ে ছাত্রীর মায়ের সাথে ‘তোমার মা আমারও মা’, ‘আমার না মা নেই’, ‘আপনি আমার মায়ের মত’ টাইপ আহ্লাদের সম্পর্ক পাতিয়ে ফেলে। এই পোলা হয়ত নিজেও নিজেরে চিনে না যে সে কত বড় ভয়ানক মতলববাজ বা****ত।
অনেক লুল পোলাপান আছে যারা রাস্তায় বের হলেই খালি রিকশা দিয়ে ওড়না নিচে ঝুলে পড়া মেয়েদের যেতে দেখে আর সাথে সাথে ফ্রি এডভাইস দেয় ‘আপু ওড়নাটা সামলায়া বসেন, চাক্কায় বাইজা গেল তো’। পাশ দিয়ে হয়ত কোনো বৃদ্ধ লোক ব্যাস্ত রাস্তা পার হচ্ছে সেখানে সমাজসেবা করে কাজ নেই। মানে এদের সমাজসেবার রিজিয়ন মেয়েদের ওড়নার আশেপাশেই সীমাবদ্ধ থাকে। সবই হচ্ছে সেই বিশেষ হরমন নিসরনের জালা।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ ভোর ৪:৫৪