তাইতো গুগল থেকে এই নীল গোলাপ সংগ্রহ, হৃদয়ের বেদনার বহিঃপ্রকাশ!
বিজয়ের মাস!
তবুও পাইনাকো কেন বিজয়ের উল্লাশ,
চারদিকে তাকাই শুধু,
দেখি কেবল লাশ আর লাশ!
না না ৭১ এর ডিসেম্বর নয়
এটা ২০১৮ মনে হয়,
হৃদয়ে সদাই জাগ্রত ভয়
কিভাবে কাটবে অনাগত সময়।
চলছে হানাহানি
ভোটের আসন নিয়ে কাড়াকাড়ি,
শুধু বুলির কপচানি
এটা নাকি নয় কোন বাড়াবাড়ি।
নাহ্ ! হচ্ছে না কবিতা আমার দ্বারা কখনও লেখা সম্ভব নয়। কারণ আমি কবিতা পছন্দ করি না। একদমই না। মাঝে মাঝে মনের বিক্ষিপ্ত অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য সামুতে একটু ঢু মারি, কিন্তু বিক্ষিপ্ততা আরও বেশি বেড়ে যায় যখন দেখি প্রথম পাতার প্রায় পুরোটা ভরে আছে শুধু কবিতায়। কবিতা ভালো লাগেনা/বা বুঝতে পারার মত জ্ঞান না থাকায় হৃদয়ের বিক্ষিপ্ততা শুধু বেড়েই যায়। ঘুরে ফিরি তখন অন্তর্জালের অন্তহীনে। কোথা হতে কোথায় যাই, কিচ্ছুটি ভেবে না পাই। একসময় হয় মন ভালো করার মত কোন কিছু পাই, নতুবা আরো বেশি খারাপ হয়ে যায় মনটা দেশের এবং বিদেশের /চারিপাশের খুন, ধর্ষন, লুটপাট বা সহিংশতার খবরাখবরে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০