এই পৃথিবীর জন্য কেউই গুরুত্বপূর্ণ নয়।
না মানুষ, না প্রাণি, না উদ্ভিদ, কোন সৃষ্টিই একক গুরুত্বপূর্ণ নয়।
এগুলো শুধুই এক বৃহৎ বাস্তুসংস্থানের ক্ষুদ্রতম অংশ মাত্র।
যখন সভ্যতা ছিল না, তখনো জীবন ছিল।
যখন বিদ্যুৎ ছিল না, তখনো জীবন ছিল।
যখন চাকা ছিল না, তখনো জীবন ছিল।
যখন বিজ্ঞানী ছিল না, তখনো জীবন ছিল।
যখন কবি ছিল না, তখনো জীবন ছিল।
এরা কেউ না থাকলেও জীবন চলতে থাকবে।
কী এমন ক্ষতি হত যদি বিদ্যুৎ, বিজ্ঞান, চাকা, কবিতা আবিষ্কার না হত?
পৃথিবীর কী এমন ক্ষতি হবে উষ্ণতা বেড়ে গেলে?
কী এমন ক্ষতি হয়েছিল তার হিরোসিমা, নাগাসাকির কারনে?
টেসলার বিদ্যুৎ প্রকল্প ধ্বংসের পরে পৃথিবী কেঁদেছিল?
জীবন শুধু মৃত্যুর জন্য গুরুত্বপূর্ণ!