বন্ধু!
আমার শহরে তোমার নিমন্ত্রণ।
ঠিকানাটা দিয়েছি ঝরা পাতায় লিখে,
চলে এসো সকালে সোনালী রোদ মেখে।
আমার শহরে আছে ধানক্ষেত,
আল পথে দাঁড়ালে উড়ে যাবে খেদ!
দখিনের সবটুকু বাতাস এসে
দিয়ে যাবে সব রং আকাশ হেসে।
তালপথে রাখালেরা রাখালিয়া সুরে
পশুপাল নিয়ে যায় ঘাসের চরে।
আমার শহরে আছে পৌষের ভোর
ধোঁয়া উঠা পায়েস আর খেজুরের গুড়।
ভোরে মেলে চোখ রবির আলো
কুয়াশায় স্নান করে সবটুকু ভালো।
আমার শহরে বসে দাদুর আসর
সন্ধায় জমে রোজ চান্নি পসর।
জোসনার চাদর গায়ে শুয়ে থাকে মাঠ
একলা চাঁদের বাড়ী আকাশ বিরাট!
আমার শহরে আছে কাঁচা পথে কাদা
পিছলিয়ে পড়ে ফের হাসে বুড়ো দাদা।
এ আমার শহর বন্ধু! তুমি ভাব গাঁ?
মায়ের মত মন পেয়েছি; শীতল করে গা।
পাখিরা গায় গান হলে প্রয়োজন
বন্ধু!
আমার শহরে তোমার নিমন্ত্রণ।