গতকাল একটি ভিডিও দেখলাম। চিটাগাং ইউনিভার্সিটির এক ছাত্রী রাত ৩টায় মাইকের শব্দ সহ্য করতে না পেরে শেষমেশ নিজেই ওয়াজের মঞ্চে গিয়ে উপস্থিত প্রতিবাদ জানানোর জন্য।
তোমরা আল্লাহর আয়াতকে স্বল্পমূল্যে বিক্রয় কর না... সূরা বাকারার ৪১ আয়াতের একটি অংশ এটি। অথচ এদেশের মৌ লোভীরা ওয়াজের নামে টাকা নেয়, হেলেকপ্টারে গাড়িতে চড়ে রাতে পোলাও কোর্মা খেয়ে তারপর রাজসিংহাসনে বসে সারারাত ওয়াজের নামে যে ভ্যা ভ্যা করে বৃদ্ধ শিশু রোগীসহ আমজনতার যে ডিস্টার্ব তৈরী করে, তা ইসলামের কোন গ্লোরী নয়! আর এরা ওয়াজে আসলে কি বলে? আমিতো এদের কথাবার্তার সুনির্দিস্ট কোন আগামাথা খুঁজে পাই না...
কোন নবী-রাসূল, অলিআল্লাহ্, প্রকৃত বুজূর্গ ধর্ম প্রচার করে টাকা নিয়েছেন, তার প্রমাণ নেই। কাজেই যারা নিজেই জাহান্নামী (কারণ কোরআনেই আল্লাহ্ এসকল আলেমদের পরকালীন শাস্তির কথা দৃঢ়তার সাথে বলেছেন), তারা অন্যদের কিভাবে জান্নাতের পথ দেখাবেন!? যারা এসবের আয়োজক, তাদের কমনসেন্সের সমস্যা প্রকট! এসব আয়োজন হতে পারে বিস্তৃত মাঠে, মাইকের সীমাবদ্ধতাও সেখানেই থাকবে! ইজতেমার নামে পুরো উত্তরাজুরে মাইক লাগানোর কি আছে!! ওখানে কত হাসপাতাল আছে, তা এই ছাগলের বাচ্চাদের মাথায় আছে!?
বাঙালিদের প্রতি আমার প্রিয় একজন মানুষ জেনারেল আইয়ুব খাঁনের একটি ভারস্ বলি। উনি আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, "একটি অধঃপতিত জাতির মানুষের মধ্যে যত বৈশিষ্ট্য আছে, তার সবই আছে বাঙালিদের মধ্যে"। আসলে আমরা প্রচন্ড লোভী। বেহেস্তের প্রতি আমাদের প্রচন্ড লোভ। অথচ বেহেস্ত পেতে হলে যেভাবে চলতে হয়,তার ধারকাছ দিয়েও আমরা হাঁটি না... আমরা (এদেশের টপ টু বটম বেশিরভাগ মানুষ) চুরি করে, ঘুষ খেয়ে, অন্যকে ঠকিয়ে, মিথ্যা বলে বড়লোক হতে চাই, সেই টাকায় আবার বেহেস্তও কিনতে চাই মসজিদ মন্দির বানিয়ে, দান করে, ওয়াজের নামে চিৎকার চেঁচামেচির আয়োজনে টাকা দান করে... এতবড় হিপোক্রাট আমরা...
অথচ কোরআন আমাদের কি করতে বলে? নবীজীর জীবনী কি শিক্ষা দেয়??? পৃথিবীময় পরিচিত আলেমদের যত জীবনী আমি পড়েছি, কোথাও এদের মত ছাগলামী আমি পাইনি, বরং পেয়েছি হক ও বাতিলের লড়াইয়ে, তাগুতের বিরুদ্ধে জীবন বিসর্জনে একচুল পরিমান আপোষ না করা। অথচ শাপলায় হাসিনা যত লাশ ফেলেছে, তারপর সংগ্রাম ও লড়াইয়ের বদলে এদেশের আলেম নামধারীদের আমরা দেখেছি কিভাবে ভয়ে কাবু হতে আর টাকার কাছে বিক্রি হতে হাটহাজারী থেকে গণভবনে...!!!
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৮