যে বাঁধন যায় ছিড়ে তাই আসে কেন ঘুরেফিরে
গভীর রজনী নাইকো জননী বেদনার বালুচরে।
সবই আছে তাও দুরুদুরু বুকে প্রাপ্তির শূন্যতা
এ ভীষন জ্বালা শূন্যতা আর অশ্রুসিক্ত মমতা!
আমি তাই ঘুরি জন্মজঠর দিবারাত একাকার
ঘুরেফিরে হায় ক্লান্তির ছায় শুধু হয় হাহাকার!
চোখে শুধু ভাসে মুখখানি তার গলিপথ থেকে পাড়া
ইয়া রব, "রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা"!
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৩