কবন্ধ সেতুর আড়ালে যদি হারিয়ে যায়
অনন্য যত বিসর্জন – তুমি বিস্মৃত হয়ো।
বিষণ্ণ চিলের ছায়া বুকে নিয়ে ক্লান্ত হয়
প্রতিপদের সরণি - তোমরা কেউ তাঁকে সঙ্গী করনি -
দুপুর বারান্দায় ঐযে তরুণী -
উন্মুখ তাঁর দুই চোখ – তোমরা কেউ তাঁকে বুঝতে পারোনি।
সেই সনির্বদ্ধ চাহনি, স্মৃতিগুলো মুছে গেলে
পূর্ণিমায় অগাধ নির্জন – তুমি ঘুমিয়ে যেও।
ঘুমাবে, কারণ – তুমি –
না-বন্ধনে জড়াবে, না-ফিরিয়ে দেবে
অবেলায় ছিন্ন পত্র হাতে তড়পে বেড়াবে
দেখা হোক তাহলে জন্মান্তরে – কিছু ভুল এখানে থেকে যাক
চিলেকোঠার উঁকি দিয়ে, যদি দেখো এক ভেজা-কাক
তুমি তাঁকে বসতে দিও – তুমি তাকে কিছু অশ্রু দিও।
শেষ রাতের বিমূর্ত ভাবনায়, ইচ্ছেরা যদি অনাহূত হয়
যদি মনে পড়ে –
তুমি তখন লিখতে বোসো, চিঠি লিখো অজানায়!
ছবিঃ Christina Nguyen’s Urban and Landscape Oil Paintings
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ
২) আমার আজ আর ফেরা হবে না
৩) মুর্খের আত্মপোলব্ধি
৪)মরীচিকায় কানামাছি
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি
৬) প্রায় অজানা সুদূর অতীতে
৭) বাস করছি আপন অমাবস্যায়
৮) শ্মশানযাত্রী
৯) ওরা জেগে থাকে
১০) বেদনার ঋণ
১১) দ্বিতীয় পর্ব
১২) অব্যক্ত কিছুই ছিল না
১৩) আমি তোমার বৃষ্টিতে ভিজি