বৃষ্টি পড়ে বৃষ্টি!
দ্যাখো, তুমুল বর্ষায় ভিজে যাচ্ছে এক গলির কুত্তা -
মেলে নাই আশ্রয় কোন উঠানে, এই অপূর্ব সন্ধ্যায়,
ওই দ্যাখো! কারা ভিজে চলেছে একাকী রাস্তায়
হয়তো মনে নাই - সাথে নিতে রেনকোট, ছেঁড়া ছাতা
ওদের চোখে কি জল? - কি জানি!
নিহত - অচল ক্রন্দনধ্বনি - তবে কি শুধু আমিই শুনি?
আমি কি ওদেরই একজন?
মুখ ও মুখোশ ধুয়ে নিয়ে যায় এক প্রবল বর্ষণ
ছুঁয়ে দ্যাখো, আমি খুব নগ্ন এখন,
চেখে দ্যাখো আমার গলিত স্বত্বা
ভেজা বর্ষায় আমি আজ ওই গলির কুত্তা।
বৃষ্টি পড়ে বৃষ্টি!
দ্যাখো, ড্রেনগুলো উপচে পড়ছে, রাস্তায় হাঁটু জল।
খোলা ম্যান হোল – কারা যেন ডাকছে!
বৃষ্টি পড়ে বৃষ্টি!!
ওই দ্যাখো ঝকঝকে হলুদ লোকাল বাস - নয় নম্বর
বৃষ্টিতে ভিজে যাত্রী খুঁজে চলেছে এক বৃদ্ধ কন্ডাকটর
এসো, চশামবিহীন জানালার পাশে সিট নেবো
উড়ন্ত মিহি বৃষ্টিবিন্দু, অঙ্গ ভিজিয়ে নেবো।
বৃষ্টি পড়ে বৃষ্টি!!
অফিস যাবে! - হ্যাঁ, যাবো।
আমি কেন মন ভাসবো
আমি তো কাগজের নৌকা,
জানি - কিছুদূর গিয়েই উল্টাবো
সামান্য কিছু টাকা -ধূলা বালি মাখা -তারই জন্য বেঁচে থাকা,
বৃষ্টি মাথায় তবু অফিস যাবো।
বৃষ্টি পড়ে বৃষ্টি!
তোমরা বৃষ্টি দ্যাখো,
তোমরাই উদাসীন হও।
আমি তোমাদের দেখি।
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ
২) আমার আজ আর ফেরা হবে না
৩) মুর্খের আত্মপোলব্ধি
৪)মরীচিকায় কানামাছি
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি
৬) প্রায় অজানা সুদূর অতীতে
৭) বাস করছি আপন অমাবস্যায়
৮) শ্মশানযাত্রী
৯) ওরা জেগে থাকে
১০) বেদনার ঋণ
১১) দ্বিতীয় পর্ব
১২) অব্যক্ত কিছুই ছিল না