ঝড়ো বাতাস হয়ে, বাতাসের সাথে – উড়ছিলাম
তুমি হঠাৎ চলে গেলে! – অবাক হয়ে দেখছিলাম
চোখে মুখে হিমেল হাওয়া - মাখছিলাম
কে ডাক দিলো?
কুয়াশা জড়ানো নতুন ভোর – তবুও তো উড়ছিলাম
এতো সকালে জাগেনি কেউ – একাই গান গাইছিলাম
মন্দিরের ঘন্টাখানি - আনমনে বাজিয়ে নিচ্ছিলাম
বুকে তোমার তৃষ্ণা ছিলো?
ঘুলঘুলিতে ঘর বেঁধে - দুপুরে খুঁটে খাচ্ছিলাম - নতুন ধান
বেঁচে ছিলাম, যেন আনকোরা এক নতুন প্রাণ
চড়ুই হয়ে – উড়ছিলাম।
স্বপ্ন দিয়েই ছোট্ট ঘর ভরছিলাম,
বেড়ালটাকে পাস কাটিয়ে – দেদারসে চুরি করছিলাম
হঠাৎ -
যাবার সময় হল -
বুকে কাহার তৃষ্ণা ছিলো - আবার কে ডাক দিলো?
সনাতন দীঘিতে ঢেউ তুলে– একলা বসে দেখছিলাম
নিঃসঙ্গ লাগছিল - তবুও তো উড়ছিলাম
স্বচ্ছন্দে ভাবছিলাম - একলা সাঁতার কাটছিলাম!
জলের ভেতর অন্ধকারে – শ্যাওলা গায়ে মাখছিলাম
আলতো করে খুব গভীরে নরম লেজ নাড়ছিলাম
হঠাৎ ভাটা এলো -
বুকের ভেতর করুণ সুরে আবার কে ডাক দিলো?
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ
২) আমার আজ আর ফেরা হবে না
৩) মুর্খের আত্মপোলব্ধি
৪)মরীচিকায় কানামাছি
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি
৬) প্রায় অজানা সুদূর অতীতে
৭) বাস করছি আপন অমাবস্যায়
৮) শ্মশানযাত্রী
৯) ওরা জেগে থাকে
১০) বেদনার ঋণ