সামরিক শক্তিতে পরাজিত তুমি
আজ শুধবে তোমার ক্ষত
লক্ষ জনতার হাহাকারের ঢল
ধ্বণিত মিয়ানমার।
শয়তানের বন্দনা আর অহমিকার
তাবেদার ছিলে শয়তানী বলয়ে।
ঘুচবে এখন তোমার শক্তিবল,
জনতা পারেনি রুখতে গুনাহ
বেশামাল করেছ বসুন্ধরা।
সুচি তুমি শুননি বেগুনাহের আর্তনাদ,
কোলের শিশুটিকেও পুড়িয়েছ
ধর্ষিত করেছ পৃথিবীর বুক।
দেখেছ অন্তর চক্ষুর আগল দিয়ে
অনুভূত হয়নি বিবেকে দরজায়
লক্ষ আর্তনাদেও।
আজ এসেছে সময়,প্রায়শ্চিত্ত কর
জনতা পারেনি কিন্তু
সামরিক শক্তিতে আজ পরাজিত তুমি।
ভাবনি একদিন কাঠগড়ায় উঠবে।
পর্যুদস্ত হওয়ার আগে
ভাবনায় আসেনি বড় কঠিন
হিসেবের স্থান,
একটি মৃত্যুরও দিতে হবে জবাব।
তোমার নিপীড়নে হয়েছিল স্বদেশী উৎখাত
নাফ নদী হয়েছিল লাশের সাক্ষী
সাক্ষী আমার শিরোনামহীন এই কবিতা।
আমরা তাঁদের ভাই- বোন
কোটি জনতার দাবী আজ
মৃত্যুদন্ড চাই তোমার।