আমি দাবি নিয়ে এসেছি সকলের কাছে
অন্ন, বস্ত্র,বাসস্থান,শিক্ষা নিশ্চিতের।
রাস্তায় উলঙ্গ ছেলেটি আজো দাঁড়িয়ে কাঁদে
পলিথিনর ছাদের নীচে ঘুমোচ্ছে
হাজার প্রাণ!
ডুকরে উঠে তাদের ব্যাথাতুর হৃদয়।
অগ্নি বানে জর্জরিত বাল্য বধূরা
ভাষাহীন প্রতিবাদ চোখে,মুখে,
নিরক্ষর আব্দুল জমি খুইয়ে দিশে হারা
মাতবরের চালে বন্দী জীবনের চাকা।
শালিসহীন কাঁদে কত সখিনার মায়
যার মেয়েটিকে সদ্য পাচার করা হয়েছে।
করোনার করাল গ্রাসে নিভু নিভু হৃদযন্ত্র
এখুনি দমটা উড়াল দিবে খাঁচা ছেড়ে,
হাসপাতালের ভর্তিযুদ্ধে হেরে।
মানবাধিকার সকলের ন্যয্য দাবি
হতাশা,কান্না, অশিক্ষা, বস্ত্রহীনদের।
স্বাধীনতা! তুমি কার জন্য,কেন এসেছিলে?
রাস্তায় ফেস্টুন আর মিছিল দেখতে!
ডুকরে কাঁদছে কোটি মানব
মানবাধিকার সকলের ন্যায্য দাবি।।