মহাবঙ্গ সাহিত্য পরিষদ ট্রাস্ট এ আবৃত্তি করা কবিতা
#অলীক_মোহ
#নাসরীন_খান
অন্ধকার আকাশে ভেবেছিলাম
তুমি হবে আলোর ঝিলিক,
তারা হয়ে পথ দেখাবে,
তোমায় ছুঁয়ে ঘুচবে
আমার আঁধার সকল,
কিন্তু তুমি নিজেই হলে অমাবস্যা।
ভেবেছিলাম তুমি সুন্দরবন
আর আমি আত্মহারা এক হরিণী,
তোমার বুকে লুকিয়ে রব আজীবন
বাঘের খাবার হব না কোনদিন,
হঠাৎ নিজেই দমকা বাতাস হলে
সরিয়ে নিলে গোলপাতার আড়াল
সম্মুখে বাঘের হিংস্র থাবা
ছুটতে ছুটতে বেঁচে ফিরলাম।
ভেবেছিলাম তুমি হবে জলকুমার
তোমার ডানায় ভেসে সাগরে
খেলে করব, নাচব নানান ঢঙে,
সেই তুমি ভাসিয়ে নিয়ে গেলে
রাক্ষুসে হাঙ্গরের মুখোমুখি
প্রাণপণ যুদ্ধে লড়ে মুক্তি পেলাম।
কত স্বপ্নের বসবাস ছিল তোমাকে ঘিরে
গেঁথেছিলে কল্পনায় মিশে,
যখন চূড়ান্তে পৌঁছুতে গেলাম
তখনই আবিষ্কার করলাম,
তুমি আমার অলীক মোহ
মিছেই বুনেছি আবেগ আর ভালবাসা
তোমাকে ঘিরে অবিরত।।
পল্লবী, ঢাকা