অনতিবিলম্বে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক.......
এটাই একমাত্র এবং একমাত্র দাবী।
এর বাইরে আর কিছু ভাবতে পারছি না......
কিছু খবর ও ঘটনাঃ
১। ধানমণ্ডি, নিউমার্কেট প্রভৃতি অঞ্চলে অন্তত ৩০ টি ট্যাংক নিয়ে সেনাবাহিনী অপেক্ষা করছে।- তথ্যসূত্র: এনটিভি, দিগন্ত
২। সাভার ক্যান্টনমেন্ট থেকে বেশ কিছু ট্যাংক ঢাকার উদ্দেশ্যে রওনা। - চ্যানেল ওয়ান।
৩। অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে সেনাবাহিনী বিডিআর হেডকোয়ার্টারের অভ্যন্তরে প্রবেশ করবে।- - এক দায়িত্বরত সেনা কর্মকর্তার বরাদ দিয়ে বাংলাভিশন
৪। নিরস্ত্র পলায়নরত বিডিআর জওয়ানকে গ্রেফতার করে সেনাবাহিনী অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছে- চ্যানেল ওয়ান। (দিগন্ত জানিয়েছে- আবাহনী মাঠে নিয়ে গেছে)
৫। এক জিম্মি সেনা কর্মকর্তা মুক্তি পেয়ে জানিয়েছে- শতাধিকের উপর হতাহত, কর্মকর্তাদের পরিবারের উপর অকথ্য অত্যাচার করা হয়েছে- ইত্যাদি।- বৈশাখী
৬। বিডিআর এলাকার ৩ কিমি এর ভিতর থেকে জনগণকে সরে যাওয়ার আহবান জানানো হচ্ছে- সব চ্যানেল
৬। সেনাবাহিনীর পক্ষ থেকেই এবং সেনাবাহিনীর মধ্যে গুজব ছড়ানো হচ্ছে- আর্মি অফিসারদের স্ত্রী ও মেয়েদের বিডিআর'রা রাতভর নির্বিচারে রেপ করেছে।- অসমর্থিত সূত্র।
কিছু প্রশ্নঃ
১। প্রধানমন্ত্রীর টিভি ভাষণে সাধারণ ক্ষমার ঘোষণার পরেই কিন্তু বিডিআর আবার অস্ত্র সমর্পন ও জিম্মি মুক্তি দেয়া শুরু করে। আর- এটা শুরুর পরে- সেনাবাহিনীর অবস্থান মজবুত করার দরকার কি, উদ্দেশ্য কি?
২। বিডিআরদের যারাও বা অস্ত্র সমর্পন করছিল বা করবে মনস্থির করেছিল- এসমস্ত খবর তাদের জন্য কি সংকেত দেয়? পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে আসার পক্ষে এসব কি সহায়ক?
৩। জিম্মি দশা থেকে মুক্ত সেনা কর্মকর্তার বাড়িয়ে বলা কাহিনীর বিবরণ কি সেনাবাহিনীর মধ্যে প্রতিহিংসা ছড়াতে পারে না?
৪। সেনাবাহিনীর মধ্যে ও বাইরে সেনাবাহিনী দ্বারা বিভিন্ন গুজব ও বিডিআরের অত্যাচারের রঙচঙে গল্প প্রচারের উদ্দেশ্য কি? বিডিআরের প্রতি পাবলিকের মনোভাবকে বিষিয়ে তোলা? কেন?
.... আর লিখতে ইচ্ছে করছে না....।
একটাই দাবী এই মুহুর্তেই সম্পূর্ণ সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো হোক।
সেনাবাবাহিনীর প্রতি একটাই অনুরোধঃ প্রতিহিংসা পরিহার করুন।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৭