কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।এ পোস্টটি সন্ধ্যায় করা ।আজ আমি ক্রিকেট নিয়ে লিখলাম ।আমাদের দেশে ক্রিকেট প্রেমিকের অভাব নেই । যে কোন বয়স এর মানুষ খেলা দেখে থাকে,যদি সেটা বাংলাদেশ এর খেলা হয় তাহলে তো কথায় নেই । আমরা এই ভক্তরা লম্বা লাইন এ থেকে কয়েক দিন অপেক্ষা করে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এর টিকেট কিনেছিলাম । আমাদের স্বপ্ন অনেক তাই হয়ত সেজে গুজে খেলা দেখতে গিয়েছিলাম আবার তাদের পরাজয় এ আমরা নোংরা মন্তব্য, রাস্তায় মিছিল ,ভাংচুর করেছলাম।ভালবাসি বলেই আমরা তাদের পরাজয় এ অনেক কষ্ট পেয়েছিলাম ।
আমার এক ফ্রেন্ড ,ইন্টার ফাস্ট ইয়ার এ পরে,সে পরিবার থেকে খেলা দেখার অনুমতি পায়নি,তবু তার ক্রিকেট প্রেম কে বেধে রাখতে পারেনি কেউ । সে তার জমানো টাকা এবং ধার করে ৩০০০ টাকা দিয়ে ক্লাব হউস এর একটা টিকেট কিনে ছিল (অন্যের কাছ থেকে কেনা ,ব্যাংক থেকে নয় ) । আবার কিছু দিন আগে তার নিজ হাতে বাংলাদেশ প্লেয়ার এর জ্যারছি পুরানো ,খারাপ মন্তব্য করেছিল । কারন সে বাংলাদেশ টিম কে অনেক বেশি ভালবাসত। অন্তরে ভালবাসা না থাকলে কেউ এমন কাজ করতে পারে না ।
অষ্ট্রেলিয়া বনাম বাংলাদেশ খেলা হচ্ছে । খেলা দেখে খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলছি ।আজ অনেকে এ দেশ এর নাম জানে না । ক্রিকেট এর মাধ্যমে অনেকে এ দেশ কে চিনেছে । আমাদের সব আছে কিন্তু সীমিত পরিমানে । আমাদের ক্রিকেটাররা কি খুব কম সুবিধা পায়? তাদেরকে কি কেউ বাধা দিয়ে রেখেছে ? এ প্রশ্নের উত্তর জানা নেই আমার ।
ব্যাটিং এর দিকে তাকালে চোখে পরে তামিম এবং সাকিব কে । তামিম কয়েকটা ম্যাচ খেলা্র পর একটি ম্যাচে এ ৭০ করল ।ওপেনিং ব্যাটসম্যানরা যদি ভাল না করে তবে কিভাবে ভাল স্কোর আশা করা যায় ।আমাদের বোলিং এর সম্পূর্ণ ভরসা স্পিনারদের উপর, পেসাররা সহজে উইকেট পায়না //
আজ কের বলিং দিকে তাকাই
শফিউল ৭৭/১ ওভার ৮
মাশরাফি ৮০/৩ ওভার ৯
সাকিব ৪৮/০ ওভার ৭
রাজ্জাক ৫৮/৩ ওভার ৯
শুভ ২৮/১ ওভার ৫
কপালি ৮/০ ওভার ২
মাহমুদুল্লাহ ৫৯/০ ওভার ১০
তাহলে কি বলা যায় আমাদের বোলিং দিক ঠিক আছে ?
বাটিং কি করবে টা জানিনা ।যারা ওয়ানডে ম্যাচ এ টেস্ট ম্যাচ এর খেলা খেলে এবং যাদের বলিং লেন্থ ও লাইন ভাল না তাদের না খেলাই উচিত ।
সঠিক নিয়ম , কঠোর পরিশ্রম তাদের জন্য সাফল্য নিয়ে আসবে । ইনশাআল্লাহ একদিন ক্রিকেট রাংকিং এ প্রথম স্থান পাবে বাংলাদশ ।
আমার এ পোস্ট এ যদি ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে নিবেন । প্লিজ আমার জন্য দোয়া করবেন ।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৫