তোমাদের দেখে দেখে একদিন হারিয়ে যাবো
পৃথিবীর সমস্ত জৌলুস আমার থেকে মুখ ফিরিয়ে নেবে;
অনন্তের আহ্বানে সবুজের পৃথিবী আমায় বিদায় জানাবে
ক্রমে ক্রমে গিলে ফেলার শুদ্ধচেষ্টা চালাবে৷
সভ্যতার সোনালি রোদে নিরাই বালক রোদ পোহাবে
রাখালের বাঁশি ক্লান্তদুপুরে নির্জীব আকাশের নিচে পড়ে থাকবে
তরুণীর সোনালি নুপূর প্রেমের আরতি জানাবে ।
গোধূলিলগনে হাঁসের দল কুঁড়েনীড়ে ফিরবে
বিরাম প্রহরের কাকেরাও ফিরতে আকুল হবে।
দিনান্তের ক্লান্তি শেষে আরজু-রাজুরাও ঘর পিয়াসী
হয়ে ফিরবে ঘরে।
দুচোখ নিভে যাবে সবার৷
নিশি দেবতার কোলে সমর্পিত হবে সবাই৷
অলিতে গলিতে প্রাসাদে কলোনিতে নেমে আসবে নীরবের ঘোর৷
নীরবের পরিভ্রমণপালায় কোলাহল আবার ফিরবে৷
পৃথিবীর বুক জেগে উঠবে আবার।
নীরব প্রভাতে, সরব দুপুরে, বিষণ্ণ বিকেলে
ধূলাবালিও হেঁটে বেড়াবে অনন্তকালের রথে৷
কেবল আমি হারিয়ে যাব অনন্তলোকে
অন্ধকার এক নিরাই গর্তে।
লেখক: নাসিম আহমদ লস্কর
শিক্ষার্থী, বিবিএ প্রোগ্রাম, শাবিপ্রবি, সিলেট।
তাং: ০৮/১০/২০১৯