কার্তিকের ডানা ভাঙা বিকেলে চলছে
হিম হিম রোদের খেলা
ওই দূরে শোনা যায় রাখালের বেখেয়ালী
মন বিবাগী ভাঙা বাঁশির সুর৷
হেঁয়ালীপনায় কেটে যায় কত অবুঝ বেলা৷
এই দেখো, ওই দেখো যুবতিরা আসছে
ভরতে কলসে পানি৷
এভাবে আর কতক্ষণ থাকানো যাবে!
একটু পরে নামবে সন্ধ্যা
ওরা লেপের শরীরে মুড়িয়ে নেবে নিজেকে
তারায় তারায় শুরু হবে প্রেম৷
নিকোটিনের ধোঁয়া লেগে থাকবে
আমার পাপিষ্ঠ দুঠোঁটের ভাঁজে৷
লেখক: নাসিম আহমদ লস্কর
শিক্ষার্থী; বিবিএ প্রোগ্রাম
ব্যবসায় প্রশাসন বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট৷