সমুদ্রের বিশালতা তোমাকে স্পর্শ করতে পারেনি
ছুটে চলছো তুমি তার বুক দাপিয়ে দেশ থেকে দেশান্তরে
কত ঘাটে নোঙর যে তুমি ফেলেছো!
অসহায় দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখি
তোমার চোখ চকচক করছে লোভের পেয়ালায়!
চিত্ত তোমার পেখম মেলেছে
নেচে যাচ্ছ তুমি সময়ের তালে তালে!
যখন দেখি কামাতুর দৃষ্টিগুলো
ধেয়ে আসে তোমার দিকে
কিন্তু তুমি তা বেশ উপভোগ করো!
আমার দিকে ছুঁড়ে দাও ব্যাঙ্গাত্মক ধারালো হাসি
প্রশ্নবাণে বার বার বিদ্ধ হয় আমার অক্ষমতা
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও
তোমার বাজার দর কত!
তুমি কখনো বোঝনি- বুঝতে চাওনি
কি বিশালতায় তোমাকে জড়িয়ে নিয়েছিলাম!
কি গভীরতায় তোমাকে ভালবেসেছিলাম!
আজ এসব কথা বড্ড বেমানান- আমিও বেমানান
আমার চিরসাথী হুইল চেয়ারটিই শুধু জানে
এই অক্ষমের বুকের অন্তহীন জ্বালা!