যে বৃষ্টিবালিকা ভেসে গেছে উড়ন্ত মেঘের ভাঁজে ভাঁজে
হিম শূন্যতা বুকে নিয়ে বয়ে যায় উচ্ছ্বাসের নদী
দুরন্ত পুরুষ; শৈবালের মত লেপ্টে থাক তুমি তার নগ্ন শরীরে!
ক্লান্ত শরীরের নোনা ঘাম শুকিয়ে যাওয়ার আগেই
নিশ্চিত দূরত্বকে ছুঁয়ে দেখতে চায় সে বালিকা!
আঁধারের আকুতি নিয়ে কামের শিখা জ্বালায় যে রাত
কায়াহীন- ছায়াহীন হবার আত্মালালিত সাধ!
শুদ্ধ অহংকারের সুধা যে পেয়ালায় ঢাল তুমি; তার নির্যাস পান করে মাতাল রোদে
নিজেরে বেশ চিনেছে বালিকা! সে ফিরবেনা আজ!
তার দূরত্ব প্রয়োজন -এক আকাশ দূরত্ব!
কোন শ্রাবণের রাতে যদি জানিবার সাধ জাগে
এসো তুমি লাগামহীন পুরুষ; মুঠো ভর্তি ভালবাসার বৃষ্টি নিয়ে
বৃষ্টি বালিকা শুধু সে বৃষ্টিতেই ভিজতে চায়!