কী খোঁজ তুমি দৃষ্টি'র গভীরে? অনন্তকাল পথ চেয়ে রবে যে বিনিদ্র আঁখি
তারে কেন বাঁধ তুমি প্রশ্নের বানে? বুকের উষ্ণতায় গলে যে আবেগী নদী
তারে কেন বহাও তুমি স্রোতের প্রতিকূলে?
তোমার বিশ্বাসের পাপড়ি এই অবেলায়
দ্যাখো কী যতনে খসে পড়ে বালিকা'র খোঁপা খুলে!
কী খোঁজ তুমি দৃষ্টি'র গভীরে?
সদাজাগ্রত প্রথম প্রণয় তবে কি সবুজ দ্বিধা'র জোয়ারে ভাসে!
চন্দ্রাহত বালিকা! এই চন্দ্রাহত বালিকা'র সোনালী পালক
জীর্ণপাতার মত পড়ে রবে হয়ত এই আকাশের তলে!
দু'জনার সফেদ সুখগুলোও স্নিগ্ধ মাটির ঔরসে
মিইয়ে যাবে হয়ত একদিন ধূপের মত জ্বলে জ্বলে!
কী খোঁজ তুমি দৃষ্টির গভীরে?
দ্যাখ! চোখের দৃষ্টি মেলে দ্যাখ তুমি!
“একসমুদ্র ভালবাসা” কি সমাপ্তিহীন ক্ষুধা নিয়ে ছুটে বেড়ায় শুধু তোমারই বন্দরে!
( লেখকের অনুমতি ছাড়া লেখা বা লেখার কোন অংশ কোথাও কপি করে প্রকাশ গ্রহনযোগ্য নয়)