দেখতে দেখতে সামহোয়্যার ইন ব্লগে কেটে গেল আমার একটি বছর। বছর পূর্তিতে পোষ্ট দেবো ভেবেছিলাম কিন্তু আব্বু'র অসুস্থতার খবর শুনে এতটাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম যে লেখার শক্তিটুকুও ছিলনা। এভাবে তিন সপ্তাহ কেটে গেল। আব্বু কিছুটা সুস্থ আর আমার হাতের কলমটিও চলা শুরু করল। এটি আমার পঞ্চাশতম পোষ্ট।
প্রথম আলো ব্লগে আমার লেখার হাতেখড়ি। গত দু'বছর ধরে আমি নিয়মিত লিখছি। প্রথম আলো ব্লগে লেখাকালীন মাঝে মাঝে সামহোয়্যার ইন ব্লগে উঁকি ঝুঁকি মারতাম কিন্তু লেখা দেবার সাহস হতনা কারন প্রথম আলো ব্লগে অনেকেই বলতেন এই ব্লগে অনেক ঝামেলা হয় আর সামু কোন কবিতা বা গল্পের ব্লগ নয়। সে ভয়েই নিক থাকা স্বত্তেও লেখা দেয়া হতোনা। কিন্তু প্রথম আলো ব্লগ যখন নিভু নিভু তখন ভাবলাম কোথায় লেখাটা চর্চা করা যায়! সাহস করেই পোষ্ট দিলাম সামুতে কিন্তু সে লেখা আর প্রথম পাতায় প্রকাশ হয়না। কঠিন পরীক্ষায় অবতীর্ণ হলাম---এভাবে তিনমাস এক নাগাড়ে পোষ্ট দিয়ে গেলাম শূন্য মন্তব্য, শূন্যবার পঠিত। কারন ব্লগ কর্তৃপক্ষ সকল নবীন ব্লগারদেরকে কয়েক মাস পর্যবেক্ষণে রাখেন। কারো পোষ্টে মন্তব্যও দিতে পারছিনা তবে নিরাশ হইনি।
একদিন দেখলাম পর্যবেক্ষণ থেকে আমাকে সাধারন ব্লগারের সনদ দেয়া হয়েছে। সেদিন আমি আমার লেখা “মুক্তি” কবিতাটিকে নির্বাচিত পাতায় থেকে বেশ অবাক হয়েছিলাম। আর আমার শেষ পোষ্টটি ছিল “অদেখা মায়া ও এক কবির অন্তর্বেদনা” এটিও নির্বাচিত পাতায় জায়গা করে নিয়েছিল। আমার প্রায় প্রতিটি লেখা (হাতে গোনা কয়েকটি বাদ দিলে) নির্বাচিত পাতায় জায়গা করে নিয়ছে। এটা অবশ্যই একজন লেখকের জন্য বড় পাওয়া। সেজন্য প্রথমেই ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে যারা মান বিবেচনায় আমার লেখাগুলোকে নির্বাচিত পাতায় জায়গা করে দিয়েছেন এবং সাধারন ব্লগার থেকে প্রায় নয় মাস পর আমাকে নিরাপদ ব্লগার হিসেবে বিবেচিত করেছেন।
আর প্রবাসে অবস্থান করার কারনে খুব ব্যস্ত থাকতে হয়। সেজন্য চাইলেও ওভাবে ব্লগকে সময় দিতে পারিনা কিন্তু অবাক হয়েছি যখন দেখি আমার কিছু নিয়মিত পাঠক তৈরি হয়েছে যারা ভালবেসে প্রতিটা পোষ্টেই কমেন্ট করেন, লেখার ভালমন্দ দিক নিয়ে আলোচনা করেন। নাম বলছিনা শুধু বলছি আমি অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। আর কারো কারো সাথে আমার ব্যক্তিগতভাবেও যোগাযোগ হয়েছে। চমৎকার মানুষ ওরা।
আর সামহোয়্যার ইন ব্লগে এসে আমার এই পর্যন্ত কোন তিক্ত অভিজ্ঞতা হয়নি বা কেউ উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করেনি যা অন্য ব্লগে হয়েছে। ধন্যবাদ ও ভালবাসা সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ, লেখক, পাঠক সবাইকে। শুভ হোক আমাদের আগামীর পথচলা।
আমার ব্লগ পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৪৯টি
মন্তব্য করেছেন: ১১৯২টি
মন্তব্য পেয়েছেন: ১৪২৬টি
ব্লগ লিখেছেন:১ বছর ৩ সপ্তাহ
ব্লগটি মোট ৭২৪৪ বার দেখা হয়েছে