মেয়ে তোমার চোখে রোদের ঝিলিক! কামুক মেঘদল ভেসে ভেসে আসে
তোমার বুকের গন্ধে ভিড় করে ওরা অন্তিম প্রভাতে
কবি'র কবিতায় ঢেলে দাও যত সুধা; শিল্পী'র ক্যানভাসেও রঙ ছড়াও দ্বিগুন উল্লাসে
কি যত্ন করেইনা নিজেরে বদলাও- প্রতিদিন বদলাও!
কিন্তু কেউ কি জানে হেমলকের পেয়ালায় প্রতিদিন বাসর সাজাও তুমি?
ভাস তুমি, ভাসাও তুমি! আপন অভিপ্রায়ে জ্বালায়েছো নীল প্রদীপ;
নেতিয়ে পড়া জীবনের ভাঁজে ভাঁজে হেঁটে দেখেছো কি
কি অবলীলায় খুলে ফেলা যায় বিশ্বাসের অন্তর্বাস! মেয়ে তুমি হারায়েছো সেই পথ
যে পথের গলিতে শিউলি'র মেলা বসাতো নিবিড় কোন প্রেমিক!
পরাস্ত সেই প্রেমিক আঁকড়ে ধরে আছে ঝলসে যাওয়া স্মৃতি'র পাণ্ডুলিপি
সফেদ জীবনের লেনদেন স্থবির করে দিয়ে
রক্তনদী ছুটে চলে । তবুও প্রেমিক একাকী পড়ে থাকে শূন্য পথের গলিতে
যদি কোনদিন সে পথ দিয়ে তুমি ফেরো মেয়ে!