কেটে গেছে ষোলটি বছর; অন্তহীন তৃষ্ণায় এখানে তিরতির করে কেঁপেছিল কোন প্রজাপতি
মাতাল রোদের বাহুবৃত্তে খুঁজেছিলো সে নরোম ওম!
বিস্ময়ের দেশে ভেসে যেতে যেতে দেখেছিলাম তার সোনামাখা মুখ
চারিদিকে সব কামুক চোখ, কিন্তু
আমি সে মাতাল রোদ হতে পেরেছিলাম; সেদিনের মত প্রেমিক হয়েছিলাম আমি!
কিন্তু সে কি সেই প্রেম চিনেছিল? চিনেছিল কি অবুঝ প্রেমিকের বিবাগী ডাক?
শব্দহীন ক্ষোভে, তবে কেন ধপ করে নিভে গিয়েছিল তার তীক্ষ্ণ চোখের বিচ্ছুরণ?
সে কি হারায়নি তবে নিজেরে উন্মাতাল আলিঙ্গনে?
শেলতীব্রতায় সেদিন বেশ নিরুত্তাপ হয়ে গিয়েছিল মাতাল রোদ!
আমি সে মাতাল রোদ! আমি সেদিনের সে প্রেমিক।
শিশিরের গালিচায় আঁচল বিছায়ে সেকি আজও নরোম ওম খোঁজে?
মিহিন বাতাসে তার চুলের গন্ধে কামুক হয় কি কোন মাতাল রোদ?
কি জানি কিসের মায়াবলে ফিরে ফিরে আসি! এ ক্যামন উপেক্ষা তার!
আকাশ ভরা অনুযোগে হলুদের ঘ্রাণ নিয়ে সে ফিরে গেছে অপরাহ্নে;
সেই প্রজাপতিটি'র সাথে আমার আর দেখা হয়নি
আজও হয়নি!
উৎসর্গ----- শ্রদ্ধেয় নীল'দাকে ( নীল সাধু)
( কবিতাটির নাম নীল'দার কাছ থেকে নেয়া। ছবিটিও নীল'দার থেকে নেয়া। ফেবুতে ছবিটির উপরে এই কবিতার নামটি দিয়ে নীল'দা পোষ্ট দিয়েছিলেন। আমার খুব ভাল লেগেছিল ছবি সাথে সুন্দর লাইনটি যা আমি আমার কবিতার নাম হিসেবে ব্যবহার করেছি)--------কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকে নীল'দা।