বোধের দেয়ালে স্যাঁতসেঁতে শ্যাওলা জমেছে আজ; ঘন সবুজ শ্যাওলা
বাতায়ন খুলে দেখি , শব্দহীন ক্ষোভে কাঁপছে আমার ঊষর পৃথিবী!
আমি নিষ্প্রভ হয়ে পড়ি সোডিয়ামে'র বিচ্ছুরিত আলোয়
নগরী'র গলিতে গলিতে পরাস্ত হয় স্বস্তির মৃত্যু
আমি তিমিরবিলাসীও আজ হতে পারিনা!
লোকালয় ভুলে, লোকাচার ভুলে
স্বপ্নবিভোর সোনার ডিঙ্গি'রে ভাসিয়েছিলাম মিথ্যার লাভাস্রোতে
যত অনিপ্সীত উৎপীড়ন গলাধঃকরণ করেছি
শুধু ভালবাসি বলে, ভালবাসবো বলে!
জানতে চাইনি কিন্তু একটিবারও
ভালবেসেছো কি বা ভালবাসতে চেয়েছো কি !
''প্রধূমিতা'' ক্ষান্ত হয়না জেনো আজ প্রবোধের প্রলেপে
অভিসন্তাপেও পোড়ে না এখন এই বিবাগী মন !
বোধের দেয়ালে জমে থাকা শ্যাওলাগুলো আমারে আষ্টেপৃষ্ঠে জড়াতে চায়
আমি সন্তর্পণে ওগুলো ছাড়িয়ে নেই
নিজের বোধের দেয়ালটাকে পরিচ্ছন্ন দেখে খুব স্বস্তি বোধ করি!