শূন্যতাও ঘুরে-ফিরে টেনেটুনে
মাতাল রাস্তায়,
ব্যস্ত ঢেউয়ের বর্ধিষ্ণু পূর্বস্মৃতি
অথবা জমাট আলোর স্মরণ বাহুল্য জেনে
ধ্বংসহীনতার পশমি ভায়োলিন মাড়িয়ে
অদ্ভূত এই দ্বীপপুঞ্জের উপরে
শালগাছের ধূম্র ফুলের
তীব্র সাদামাটা জীবনদর্শন দেখাতে প্রস্তুত ।
নিঃসঙ্গ এই নথিপত্রগুলো
পাহাড় অথবা বহুদূরে
টুকরো টুকরো ছায়ায় আচ্ছন্ন
যন্ত্রণায়
নিজেরা পুড়তে পুড়তে, কথা বল্লরি ভেবে
কোনো আবোলতাবোল চুরি
বা স্বৈরাচারী বন্ধুত্বের আগুনের
হতচকিত সমর্থ কর্তব্যের বোমার
আলতো আলো দেখতে দেখতে
আমাদের ফারাক করে হেসে ওঠে।
তুমি, অভ্যাস মতো
জমানো পিঠা নিতে,
শহর নগরের আনাচে কানাচে,
বকবক জ্যোৎস্নায়।
সন্ধ্যার চন্দন সুবাসে,
শৃঙ্খলিত আলোর করুণতর ছায়ায়
কুণ্ঠিত সোফার খসখসে প্লাইউডে
চমকপ্রদ জীবনযাপন।
এগোবার ঋতু না তুমি, না আমি।
আমরাও দীর্ঘ, অন্যরকম সমবায়ী
যেন আবর্তিত আজ গতি,
কতিপয় রচনা এক আতসের পাশে,
বিষণ্ন থাকা জীবনকে আজ
সুদূর দেশে
পায়চারি করতে পাঠায়।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮