কখনও অনেক আলোর কতটা খুঁজে, এক
স্মৃতি সরোবরে,
বেশুমার দুপুরের উচ্ছ্বাসে,
ধস্তাধস্তির মেসে,
তোমার বহুতল দরোজার ফ্রেমে,
অনুতাপের বিদুর দুপুরে
আমি ;
মেঘহীন অগ্রহায়ণে পরা শাড়ীটা
অনুভবের কারুকাজের তড়িৎ আগুনে,
সন্ধ্যা বৃক্ষমাস্তুলে,
আশার প্রহ্লাদ পরিসমাপ্তির বালিশে
গচ্ছিত ভালোবাসাময়
ঢুলুঢুলু ভাবনা দহনে
তমসার সুর শুনি ।
সারা রাত উপড়ে পড়া দুঃসাহসি কিছু
মৃত্যুর কোলজুড়ে
নিহারিকায় ঝুল বরষা খুব লেগেছে
কিংবা বিগলীত শব্দ ভুল কুয়াশা জলাভূমে
সান্ধ্যিক সময়ে
উৎসবে আলোর পেখম
আয়নায় রাত রোদ কোন মেঘদল
জানি পোড়ে বাতাসে অগোচরে
সরীসৃপ অনুতাপে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৯