অবেলার ইচ্ছাগুলোকে উড়িয়ে পাঠালাম;
দয়ালু সমুদ্রে রাগের বাতিটা মৌনতায় লীন,
ব্যর্থ বিকেলে দুর্নীতি খুঁজতে থাকা তুমি
কিংবা
ঘুম চুম্বন আন্দোলনের আদালতে
অসভ্য সেই প্রমথন।
সে ছাড়া বেদনায় আহত
সব জোনাকি ,
ফণীমনসার মায়ার মোহজাল ভেঙে
একরাশ প্রার্থনায়
ওষ্ঠের অজান্ত কোণে;
মৃত্যু-হলুদাভ চোখের আর্তনাদে।
অগ্নিকাণ্ডের পাপ খেলায় খুনসুটি নেই;
একদিন তবু, প্রত্যাশার স্বপ্ন সকালে
সাঁতারু প্রজাপতিটা
নির্ঘুম মায়ায়।
সাদাটে সময় তখন তার জলে ওড়ে
গন্ধহীন নিঃশর্ত অশ্রু জন্মে আছে।
নীল রাতে এই ঘুমের রাখি,
অনন্তকাল
উচ্ছল পূর্ণিমার মাতাল চাঁদ;
যৌবন আকাশে
ঘুমন্ত স্বেচ্ছাচারী দৃষ্টির মতো,
আগুন বড় মুখে
ভালোবাসার হৃৎকম্প গুনে
বসেছিলে মুক্তির সবটুকু আকঁড়ে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫