অমৃত-ঝরা দুপুর ছেড়ে ছুঁড়ে জলের সবুজ স্বেচ্ছাচারী
আহত ভালোবাসা
একরাশ মায়ার ঔজ্জ্বল্য
দিয়েছে গুনে। আর জীবন রুপালী মোড়কে
আজো বলে,
পৃথিবীর নাবিকের অনুতপ্ত কনসার্ট
একঘেয়েমিতার বারান্দায়
সারারাত বসিয়ে রাখে।
ফুলকলি যেদিন বেহুলা রোদে আলোকিত
লোকালয়ে, অবুঝ অনুমতির অতলান্ত স্বাদ
নিমেষেই প্লাস্টিক মায়ায় ধরে তোলে।
হয়তো আমরা দিনের মায়ায় যদি সেই জীবন;
তুমি দূরের অপ্রতুল
শূন্যতা খুঁজতে কিংবা
নির্লিপ্ততার শুকালো স্বপ্ন রঙের ট্রেন
তারাভরা নরম আকাশে অনন্তকাল
প্রার্থনায় ঘোরগ্রস্ত ফানুস ওড়ালে।
এবার মানুষ প্রজাপতিটা
উচ্ছল অপরাধী
অভিমানে মাতালতা নির্ঘুম থাকলে পরে
এই স্নিগ্ধ খুন
অনুভব কড়া ফেলে না অশক্ত জগতে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৮