অতি অল্প সময়ে আমাকে প্রথম পাতায় জায়গা দেয়ায় মডারেটর কাল্পনিক ভালোবাসা ভাইকে অনেক কৃতজ্ঞতা জানাই। এই কবিতাটি ওনাকে উৎসর্গ করলাম।
অতলান্ত মায়ার দিনে
সাঁতারু প্রেমিকার পঙ্খিরাজ ভালোবাসা সুগোপনে ঝাপটায় পাখা।
আলোকিত চোখের একটা নির্ঘুম রূপকথা
সঠিক পোকা’র সুর যাচাইয়ের
মায়া ।
হয়তো প্রেমাস্পদ রাতের বাতিটা
সারারাত- নিভে মাতিয়ে যখন শেষে
জিতলো পেতে দালানের
জানালায় একটু
গেরস্থালি আর ছুটির ভালোবাসায়।
জানিস আবারো আঁধারে লীন করে তাকে
আমার মৌনতায় ।
আমার খেয়ালও সাদাটে আর
নিঃশর্তে মিলেমিশে অশ্রু হয়ে থাকে
দ্রৌপদীর ম্যাসেন্জারে প্লাবন হয়ে
ব্যাধি জাগাতে।
রোদে ভাবে
সূর্য তোমার
পথে অনিয়ম দেখলো।
অলিম্পাসে
যেটা বাতাস হয়ে গেছে।
অক্টোপাসের ভয়ংকর জিহ্বাটা
একটা হাসনাহেনা
দয়ালু বা ক্রুদ্ধ ঈশ্বর ছাড়া
আজকাল
জীবন
কিংবা উইকেট ফুরালো, ফুরালো প্রেমিকার গান।
ছবি: উইলিয়াম ব্লেকের পেইন্টিং থেকে নেয়া।