ধরুন আপনি স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে সুখের সংসার সাজিয়েছেন। কোন এক বৈরী সময়ে এক দল দুর্বৃত্ত হামলা করল বাড়িতে। গুরুতরভাবে আহত হলেন আপনি। মারা পড়ল আপনার আদরের সন্তান। সম্ভ্রম লুট হলো আপনার স্ত্রী-কন্যার। যারা এতসব ঘটালো তারা সরে পড়ল নিরাপদে।
দু-চারদিন পরে আপনার পাড়া-প্রতিবেশীরা, যাদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি, এসে আপনাকে অনুরোধ করল ওই সব দুর্বৃত্তকে ক্ষমা করে দিতে।
আপনি কি পারবেন ক্ষমা করতে?
না, পৃথিবীর কোন কিছুর বিনিময়েই ওদের ক্ষমা নেই।
তাহলে ৭১ এ এদেশে যা কিছু ঘটেছে তার জন্যে পাকিস্তানকে প্রকাশ্যে, রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে বলা হয় কেন? যারা ক্ষমা চাইতে বলেন তারা কি ৭১ এ কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন? সব অপরাধের কি ক্ষমা হয়?
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১১ সকাল ১১:২১