ভায়েরা আমার, যত খুশি মাইনাস দেন । কিন্তু বাণিজ্যমেলায় গিয়ে কোনো রেষ্টুরেন্টে খেতে বসবেন না । ওনারা আপনার সেবা করতে বসে নাই, বাণিজ্য করতে বসেছে ।
চোর-ডাকাতের হাতে বাণিজ্য মোটেই নিরাপদ নয়। অতএব- সাবধান !!!
অনেক বুদ্ধিমান ফ্যামিলিকে দেখলাম বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে ম্যাট পেতে পিকনিকের মুডে বসে আছে । আপনারাও সেটা করতে পারেন। প্রয়োজনে আপনার টাকা গরীব-দুঃখীদের দিন, ফালতু ঠগবাজদের দেবেন না । আপনি খাবারের দাম আগে জানতে চাইলে তারা কিছুতেই বলবে না । এ নিয়ে বেশি চাপাচাপি করলে তারা এমন ভাবে তাকাবে যেন লুকিং ফর শত্রুজ
সবচেয়ে দুঃখ লাগল এটা দেখে যে মেলা কতৃপক্ষ সব কিছু দেখেও না দেখার ভান করছে। তারা অকাযকর একটা মূল্যতালিকা ঝুলিয়ে রেখেছে যা কোনো রেষ্টুরেন্টে মানা হচ্ছে না। বরং ওই মূল্যতালিকা দেখে সরল ক্রেতা-ভোক্তারা খেতে যাচ্ছে এবং খাওয়া শেষে বিনা মেঘে বজ্রপাতের সম্মুখীন হচ্ছে । বোঝার উপর শাকের আটি হিসেবে রয়েছে সার্ভিস চার্জ নামের নতুন ধরনের বিল যা কোনো রেষ্টুরেন্টে আজ পযন্ত দেখিনি ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫২